নিউজ ডেস্ক: বিতর্ক থামছে না সনাতন নিয়ে। উদয়ের রেশ টেনে একের পর এক নেতারাও মহা উৎসাহে সমালোচনা করে চলেছেন সনাতনের বিরুদ্ধে। স্টালিন-পুত্রের সমর্থনে মন্তব্য করতে দেখা গেছে কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়্গেকে, যিনি কিনা আবার কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ছেলে। সম্প্রতি এই আগুনে ঘৃতাহুতি দিলেন দক্ষিণী তারকা প্রকাশ রাজ এবং ডিএমকে-র মন্ত্রী কে. পনমুডি। অন্যদিকে, রামমন্দিরের উদ্বোধনের দিনে ঘটে যেতে পারে আরও একটি গোধরা কাণ্ড বলে আশঙ্কা প্রকাশ করলেন জোটের অন্যতম নেতা উদ্ধব ঠাকরে।
উল্লেখ্য, বিজেপি কিংবা হিন্দু ধর্ম নিয়ে কথা হবে, আর প্রকাশ রাজ মন্তব্য করবেন না, এটা ভাবাও দুষ্কর। কট্টর মোদী বিরোধীদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন এই অভিনেতা। উদয়নিধির সনাতন সম্পর্কে ডেঙ্গু-ম্যালেরিয়া বয়ানকে কার্যত সমর্থন করে মুখ খুলেছেন প্রকাশ। একটি অনুষ্ঠানে তিনি বলেন, ৮ বছরের শিশুকে ধর্মের সঙ্গে যুক্ত করা কি সনাতন নয়? আসলে সনাতন ডেঙ্গু রোগের মতো, যাকে খতম করা জরুরি।’ অবশ্য, প্রকাশ রাজের এই হিন্দু ধর্মের বিরোধিতা করা এই প্রথম নয়। কিছুদিন আগে মিশন চন্দ্রযানকে তামাশা করতে গিয়ে ISRO এই স্বপ্নের মিশন নিয়েই কটাক্ষ করে বসেন তিনি। এর ফলে অবশ্য দেশবাসীর কোপের মুখেও পড়তে হয় তাঁকে।
এদিকে, আরও এক কদম এগিয়ে INDIA জোট যে সনাতন ধর্মকে বিরোধিতা করার জন্য গঠিত হয়েছে, তাই প্রকাশ্যে বলে বসলেন ডিএমকে-র মন্ত্রী কে. পনমুডি। তিনি বলেন, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু সনাতন ধর্মের বিরোধিতা করা নিয়ে আমাদের মধ্যে ভিন্ন মত নেই। অর্থাৎ উদয়নিধির মন্তব্যকে সরাসরি সমর্থন জানানোর পাশাপাশি বিজেপি বিরোধী জোট সরকারের নীতি যে সনাতন ধর্মের পরিপন্থী তাও কার্যত পরিষ্কার করে দিলেন DMK-এর এই মন্ত্রী। সনাতন নিয়ে বিজেপি তথা মোদী বিরোধীদের এই অসহিষ্ণুতাতে কি এটাই স্পষ্ট, যে আগামী ২৪ লোকসভা নির্বাচন হতে চলেছে সনাতন-পন্থী বনাম সনাতন-বিরোধীদের মধ্যে?