নিউজ ডেস্ক: দূষণ রুখতে মরিয়া দিল্লি প্রশাসন। দীপাবলিতে সমস্ত রকম বাজি বানানো, বিক্রি করা, জমা করার উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকার। প্রতি বছর শীতের মরশুমে দূষণের কারণে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে। সেই সমস্যা থেকে মুক্তির উদ্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী গোপাল রাই।
উল্লেখ্য, গত তিন বছর ধরে এই নিষেধাজ্ঞা জারি করে আসছে দিল্লি প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও বাজি পোড়ানো থেকে বিরত রাখা যায়নি দিল্লিবাসীকে। তবে এবার যাতে এই নিষেধাজ্ঞা পুরোদমে মানা হয়, তা নিশ্চিত করবে দিল্লি পুলিশ।
এই প্রসঙ্গে মন্ত্রী রাই বলেন, “দিল্লির বাতাসে দূষণ আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু শীতের মরশুম আসছে, ফলে দূষণ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অক্টোবর এবং নভেম্বরে রাজধানীর বাতাসে দূষণের মাত্রা অনেক বেড়ে যায়। তাই অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে।”
গোপাল রাই আরও জানান, অনেক সময় প্রতিবেশী রাজ্যগুলি থেকে দিল্লিতে বাজি ঢোকে। তাই সীমানা এলাকাগুলির উপর বিশেষ নজর রাখছে দিল্লি পুলিশ। এদিকে, দূষণ ঠেকাতে আলোচনার জন্য আগামী ১৪ সেপ্টেম্বর সচিবালয়ে একটি বৈঠক ডেকেছেন পরিবেশমন্ত্রী। বৈঠকে ২৪ জন পরিবেশ বিশেষজ্ঞ এবং পরিবেশ সংক্রান্ত একাধিক সংগঠন উপস্থিত থাকবে।