নিউজ ডেস্ক: কাকভোরে মর্মান্তিত দুর্ঘটনা রাজস্থানে। ট্রাকের ধাক্কায় মৃত্যু ১১ জনের। গুরুতর আহত আরও কমপক্ষে ১২ জন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে। জাতীয় সড়কের এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্দ গোটা এলাকা।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাজস্থানের পুষ্কর থেকে উত্তরপ্রদেশের বৃন্দাবনের উদ্দেশে রওনা দেয় যাত্রীবোঝাই একটি বাস। বুধবার ভোর ৪টে নাগাদ ভরতপুরের কাছে জাতীয় সড়কের উপর তেল শেষ হয়ে যাওয়ায় বাস থেকে নেমে দাঁড়িয়ে ছিল যাত্রীরা। ঠিক সেই সময় দ্রুত গতির একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে বাসটিকে। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর দিয়ে চলে যায় ট্রাকটি।
দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় ১১ জনের। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও বাকি ৬ জন মহিলা। মৃতরা সকলেই গুজরাতের ভাবনগরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাকটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল? চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা? তা খতিয়ে দেখা হচ্ছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। নিহতদের পরিবারের প্রতি সহানুভুতি জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন তিনি। সেইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।