নিউজ ডেস্ক: রেশন ডিলারদের সমস্যার কথা লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। রেশন
ডিলারদের দীর্ঘদিনের দাবি মাসে অন্তত ৫০ হাজার টাকা আয়ের ব্যবস্থা
করে দিতে হবে। বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি আরও একাধিক উদ্যোগ নিক কেন্দ্র সরকার। কিন্তু এই আবেদনের পর প্রত্যেকবারই
কখনও খাদ্যমন্ত্রক, কখনও আবার রাজ্য সরকারগুলির কাছে তাদের
আবেদন পাঠিয়ে দিয়েছে কেন্দ্র।
চিঠিতে সাংসদ সৌগত রায় বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’
বলে মন্তব্য করে অভিযোগ করেন, “রেশন ডিলারদের নিয়োগ
করা হয় জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুসারে। সেই নিয়ম মেনেই তাদের কাজ করতে বলা
হয় বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। যাবতীয় শর্ত মেনে কাজ করার পরেও তাদের
বঞ্চনা দেশের মানুষের কাছে খারাপ দৃষ্টান্ত।” রেশন ডিলারদের মাসে ৫০ হাজার টাকা
আয়ের দাবিকে সমর্থন জানিয়ে সাংসদ লিখেছেন, “বিভিন্ন রাজ্যে
ছড়িয়ে থাকা কেন্দ্রী সরকারি কর্মচারীরা যদি নিজেদের পাওনা নিয়ে সরব হন তাহলে কি
তাদের সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সরকগুলির দ্বারস্থ হতে
বলা হবে?”
তাদের ন্যায্য পাওনার জন্য সুপারিশও কার্যকর
হয়নি বলে অভিযোগ। এর সঙ্গেই রেশন ব্যবস্থা পুনরুজ্জীবনে ন্যায্য মূল্যে ভোজ্য তেল, চিনি এবং ডাল সরবরাহ করার দাবিও রয়েছে ডিলারদের। সে কথা মনে করিয়েই সাংসদ
চিঠিতে কিছুটা হুঁশিয়ারির সুরে লিখেছেন, “ডিলারদের দাবি পূরণ
না হলে দেশজুড়ে আন্দোলনে নামতে পারেন তাঁরা।” এ নিয়ে ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া
ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন,
ডিসেম্বরের মধ্যে তাদের
দাবি পূরণ না হলে ২০২৪-এর জানুয়ারি মাস থেকে দিল্লিতে আবার ধরনায় নামবেন ডিলাররা।