নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। এই আবহে আগেই ‘পিস রুম’, ‘অ্যান্টি র্যাগিং সেল’ চালু করেছেন তিনি। এবার ‘স্পিড প্রোগ্রাম’ চালু করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়গুলির কাজের ক্ষেত্রে উপাচার্যরা যাতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি, একটি মনিটরিং সেলও চালু করা হয়েছে। এই সেলের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে রাজ্যপালের। ‘রিয়াল টাইম মনিটরিং’ নামের এই সেলে ফোন বা ই-মেল মারফৎ জানানো যাবে যেকোনও অভিযোগ।
রাজ্যপালের তৈরি নয়া এই মনিটরিং সেলের কী সুবিধা রয়েছে? জানা গিয়েছে, সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টাই অভিযোগ জানানো যাবে ‘রিয়েল টাইম মনিটরিং’ সেলে। কোনও সমস্যায় পড়লে তৎক্ষণাৎ আচার্যের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন উপাচার্যরা। ফোন করা যাবে 03322001642 এই নম্বরে। সেইসঙ্গে, অভিযোগ জানানোর জন্য ই-মেল করা যাবে aamnesaamne.rajbhavankolkata@gmail.com -এই ঠিকানায়।
‘স্পিড প্রোগ্রাম’, মনিটরিং সেলের পাশাপাশি আচার্যের নির্দেশে গঠন করা হয়েছে শিক্ষক নির্বাচন কমিটিও। এছাড়া তৈরি করা হয়েছে উপাচার্যদের একটি কমিটিও। বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক স্তরে বকেয়া কাজ তরাণ্বিত করতে গঠিত হয়েছে এই কমিটি। বিশ্ববিদ্যালয় ব্যবস্থাকে পুনর্গঠনে পরামর্শও দিতে পারবে এই কমিটি বলে জানা গিয়েছে।
সাম্প্রতিক সময়ে বেশ বড় আকার নিয়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। উপাচার্য নিয়োগ বিতর্কে রাজ্যপালকে কটাক্ষ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপরই রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে সুর চড়ান রাজ্যপাল। চিঠি যায় দিল্লিতেও। এই আবহে রাজ্যপালের নয়া সিদ্ধান্তে এই সংঘাত কতদূর পৌঁছায়, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।