নিউজ ডেস্ক: ফের শোকের ছায়া বলিউডে। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা সতিন্দর কুমার খোসলা ওরফে বীরবল। মৃত্যর সময় ৮৪ বছর বয়স হয়েছিল‘শোলে’ খ্যাত অভিনেতার। জানা গিয়েছে যে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভরতি ছিলেন মুম্বইয়ের একটি হাসপাতালে। সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে ফের বলিউডে নেমেছে শোকের ছায়া।
সত্তর ও আশির দশকে বলিউডে কৌতুকাভিনেতা হিসেবে যথেষ্ঠ নামডাক করেছিলেন তিনি। কাজ করেছিলেন একাধিক জনপ্রিয় সিনেমাতেও। থিয়েটারের মঞ্চে এবং রুপোলি পর্দায় ‘বীরবল’ নামে পরিচিত ছিলেন তিনি। তাঁর বন্ধু জুগনু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর মৃত্যুসংবাদ জানান। জানা গিয়েছে যে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি ছিলেন তিনি। বুধবার সকালের দিকে হৃদরোগে আক্রান্ত হলে আর শেষরক্ষা করা যায়নি। বুধবারই বিকেলের দিকে মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিআইএনটিএএ) তথা সিন্টা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সিন্টা কর্তৃপক্ষ। সত্তর ও আশির দশকে বলিউডের একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘উপকার’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘ক্রান্তি’-র মতো ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। ১৯৭৫ সালে ‘শোলে’ ছবিতে এক বন্দির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন সতিন্দর। তার আগে ১৯৭০ সালে ‘মেরা নাম জোকার’ ছবিতেও দর্শকের মন জয় করেছিলেন তিনি। ‘শোলে’-এর পর ‘ইয়ারানা’, ‘হম হ্যায় রাহি প্যার কে’, ‘অঞ্জাম’, ‘নসিব’-এর মতো ছবিতেও কাজ করেছিলেন তিনি। কৌতুকাভিনয়ে দক্ষতার জন্য ‘বীরবল’ নামে জনপ্রিয় হয়েছিলেন প্রয়াত অভিনেতা সতিন্দর।