নিউজ ডেস্ক: সীমান্তে শান্তির পক্ষে সওয়াল করলেও আদপে তা বজায় রাখতে অক্ষম চিন। অন্যদিকে, দেশের নিরাপত্তা বলয় ভেদ করে ক্রমাগত ভারতে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। এই আবহে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে মরিয়া ভারত সরকার। এবার দুই শত্রুকে যোগ্য জবাব দিতে আরও শক্তিশালী হওয়ার পথে দেশের বায়ুসেনা। শীঘ্রই বায়ুসেনার ঘরে আসছে স্পেনের সামরিক পরিবহন বিমান সি-২৯৫(C-295)।
বুধবার আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক এই বিমান ভারতের হাতে তুলে দিচ্ছে স্পেনের সংস্থা এয়ারবাস(Airbus)। দু’বছর আগে ৫৬টি বিমানের জন্য এই সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে নয়াদিল্লি। যার মধ্যে ১৬টি বিমান তৈরি হবে স্পেনেই। আর বাকি ৪০টি বিমান গুজরাতের ভাদোদরায় এয়ারবাসের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করবে টাটা। ইতিমধ্যেই বিমান নেওয়ার জন্যে স্পেনের উদ্দেশে রওনা দিয়েছেন বায়ুসেনা প্রধান মার্শাল ভিআর চৌধুরী(Air Marshal VR Chaudhari)।
উল্লেখ্য, বায়ুসেনার পুরনো সামরিক পরিবহন বিমান ‘অভ্র’(Avro)এর পরিবর্তে অত্যাধুনিক সি-২৯৫এমডব্লিউ(C-295MW) ব্যবহার করা হবে বলে খবর প্রতিরক্ষা দফতর সূত্রে। ৯ টন পর্যন্ত পরিবহন ক্ষমতাসম্পন্ন এই বিমানে রয়েছে রিয়ার র্যাম্প দরজা। যুদ্ধক্ষেত্রে যা দ্রুত সেনা ও প্রয়োজনীয় আগ্নেয়াস্ত্র পরিবহনে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি বিশেষজ্ঞ মহলের। এছাড়া, চুক্তি অনুযায়ী অত্যাধুনিক এই বিমান নির্মাণে ব্যবহার করা হবে দেশীয় পদ্ধতিতে তৈরি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট। পাশাপাশি, প্রতি ঘণ্টায় ৪৮০ কিমি গতিবেগে ১১ ঘণ্টা উড়তে পারবে অত্যাধুনিক এই বিমান।