নিউজ ডেস্ক: পিছিয়ে যাচ্ছে সিংহম এগেন-এর মুক্তির দিন! বলিউডে এই বছর কার্যত বক্সঅফিসে লড়াই চলছে। এই বার ২০২৪ সালেও বক্স অফিসে মুখোমুখি যুযুধান দুটি ছবি। আসন্ন ছবির ঘোষণার সময়ই পরিচালক রোহিত শেট্টি জানিয়েছিলেন আগামী বছর ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে সিংহম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি সিংহম এগেন। কিন্তু চলতি সপ্তাহেই আচমকা দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন ঘোষণা করেন পুষ্পা ২-ও মুক্তি পাবে ওই একই দিনে। তাতেই বেজায় চটেছেন বলিউডের সিংহম।
অজয় দেবগণ জানান, পুষ্পা ২ মুক্তির তারিখ ঘোষণা করার আগে অল্লু তাঁকে এক বার ফোন করে জানাতে পারতেন। কারণ ‘সিংহম এগেন’ যে ২০২৪ সালের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে, তা আগে থেকেই জানত সকলে। কিন্তু হঠাৎ করেই পুষ্পা ২ ওই দিনেই মুক্তি হলে সিংহম এগেন-এর ক্ষতির আশঙ্কা দেখছেন নির্মাতারা। প্রায় এক যুগ আগে তৈরি হয়েছিল অজয় দেবগনের সিংহম ছবিটি। বক্স অফিসে দূর্দান্ত সাফল্য লাভ করে ছবিটি। এই ছবিটির মাধ্যমেই বলিউডে ‘কপ ইউনিভার্স’ তৈরি হয়। বাণিজ্যিক ঘরানার এই মসলা ছবিতে পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা গিয়েছিল অজয় দেবগনকে। তার পর আসে ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি ‘সিংহম রিটার্নস’। সেই ছবিতেও ছিলেন অজয়। এর মাঝে এই সিরিজের আরো দুটি ছবি মুক্তি পায়- ২০১৮ সালে রণবীর সিংহ অভিনীত ‘সিম্বা’ এবং ২০২১ সালে অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’।
রোহিত শেট্টির ছবি মানেই ধমাকাদার অ্যাকশন ও শূণ্যে উড়ে যাওয়া গাড়ি থাকবেই। আর তাতেই হিট হয় বক্সঅফিস। দীর্ঘ নয় বছর পরে ফের এই ফ্র্যাঞ্চাইজির ছবি আসতে চলেছে। সিংহম লুকে অজয়কে পছন্দ করেন অনেক অনুরাগীরাই। তবে এবার সিংহম-এর সাফল্যে বাধ সেধেছে পুষ্পা ২। ২০২১ সালে মুক্তি পায় অল্লু অর্জুনের ছবি পুষ্পা দ্য রাইস। এবার পালা পুষ্পা দ্য রুল-এর। আগের ছবির সাফল্য দেখেই এই ছবির বক্স অফিসে যে ভালো ব্যবসা হবে তা ধরে নিয়েছেন সিংহম নির্মাতারা। ফলে ছবিমুক্তির তারিখ পিছোনোর সিদ্ধান্ত নিয়েছেন রোহিত ও অজয়।