নিউজ ডেস্ক: ঝড় ‘ড্যানিয়েল’ এবং
লাগামছাড়া বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা, তাতেই মৃত্যুপুরী লিবিয়া। মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। নিখোঁজ ১০ হাজারের
বেশি। প্রকৃতির প্রতিশোধে সবচেয়ে ভয়াবহ অবস্থা ডারনা শহরের। সেখানে ঘরবাড়ির
ধ্বংসস্তূপ, কাদাজল, রাস্তাঘাটে পড়ে রয়েছে মৃতদেহ। যত দূর চোখ যায় লাশ।
সমুদ্রেও ভাসছে দেহ। পচা দেহের গন্ধ আর স্বজনহারা কান্নায় দুঃস্বপ্নে ডুবে ডারনা
শহর।
লিবিয়া সেনার মুখপাত্র আহমেদ মিসমারি
জানিয়েছেন, ডারনায় বেশ কয়েকটি নদীবাঁধ রয়েছে।
ঝড়ের তাণ্ডবে তিনটি বাঁধ ভেঙে যাওয়ায় জলের তোড়ে ভাসিয়ে নিয়ে একেবারে সমুদ্রে
নিয়ে ফেলেছে বহু বসতি। আর তার জেরেই বহু মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন
হাজারো মানুষ। লিবিয়ার প্রধানমন্ত্রী ওসামা হামাদ টেলিভিশন বার্তায় জানিয়েছেন, দু’হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৫-৬ হাজার।
শুধু ডারনা বা বেনগাজি নয়, ‘ড্যানিয়েল’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে আল-বায়দা, আল-মার্জ, তোবরুক, বাতাহ-র মতো বেশ কিছু শহর। তবে এদের মধ্যে সবচেয়ে ভয়াবহ
অবস্থা ডারনা এবং বেনগাজির।
বুধবার লিবিয়া প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫,৩০০। নিখোঁজ ১০ হাজার। স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। তছনছ শহরে
নাগরিকদের বিরাট অংশ ঘরছাড়া। জলের তোড়ে ধুয়ে গিয়েছে বাড়ি। ভাঙা বাড়ির মাথায়
উঠে গিয়েছে গাড়ি। প্লাবনের কাদায় ঢাকা রাস্তা। হাসপাতালে মৃতদেহের ভিড়।
অধিকাংশেরই পরিচয় জানা নেই প্রশাসনের।