নিউজ ডেস্ক: যেখানে চিন, সেখানেই সমস্যা! বাদ গেল না জি২০ সম্মেলনও(G20 Summit)! চিনা প্রতিনিধি দলের ব্যাগ ঘিরে রীতিমতো হুলস্থূল দিল্লির পাঁচ তারা হোটেলে।
রাজধানীর চাণক্যপুরী এলাকায় ‘তাজ প্যালেস’(Taj Palace) হোটেলে চিনা প্রতিনিধি দলের থাকার ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার। সম্মেলন শুরু হওয়ার আগেই ৭ সেপ্টেম্বর সেই হোটেলে পৌঁছায় সেই দল। নিয়ম মেনে হোটেলের ঘরে পৌঁছেও যান দলের সদস্যরা। তারপরই এক সদস্যের কাছে থাকা ব্যাগ ঘিরে সন্দেহ তৈরি হয় হোটেল কর্মীদের মনে।
এরপরই হোটেলের আধিকারিকদের খবর দেওয়া হলে ব্যাগটির তল্লাশি করতে চান নিরাপত্তা কর্মীরা। কিন্তু বেঁকে বসেন চিনের প্রতিনিধিরা। তারা জানায়, কূটনৈতিক নথিপত্র রয়েছে ব্যাগে। সুতরাং তল্লাশির কোনও দরকার নেই। প্রায় ১২ ঘণ্টা বিষয়টি নিয়ে কথোপকথন চলে দু’পক্ষের মধ্যে। অবশেষে বিনা তল্লাশিতেই ব্যাগটিকে দিল্লির চিনা দূতাবাসে পাঠিয়ে দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে আরও কয়েকজন চিনা প্রতিনিধি আসেন ওই হোটেলে। তবে ব্যাগ তল্লাশিতে তারা কোনও বাধা দেননি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি জি২০-এর আগে ঘটলেও এতদিন এই বিষয়ে কিছু জানা যায়নি। সম্মেলন শেষে অবশেষে খবরটি প্রকাশ্যে এসেছে। আর সেইসঙ্গে উঠছে একাধিক প্রশ্ন। কী এমন ছিল ওই ব্যাগে? কেনই বা তল্লাশিতে বাধা দিলেন কূটনীতিক দলের সদস্যরা? যদিও উত্তর এখনও অজানা।