নিউজ ডেস্ক: ফের শোকের ছায়া বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে। বুধবার সকালেই বলিউডে মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই বিকেলেই আবার এল মৃত্যুসংবাদ। প্রয়াত হয়েছেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বোন। মৃত্যুর সময় মাত্র ৪০ বছর। ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন তিনি। টলিপাড়ার পরিচিত অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় মঙ্গলবার মাঝরাতেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন সেই কথা। সাহায্য চেয়েছিলেন বোনের জন্য। রক্ত দরকার ছিল তাঁর। মাঝ রাতে পোস্ট করলেও ইতিবাচক সারা পেয়েছিলেন তিনি। অনেকেই এগিয়ে এসেছিলেন রক্ত দিতে। প্লেটলেট দরকার ছিল তাঁর বোনের। কিন্তু শেষরক্ষা করা যায়নি।
সদ্যই মা হয়েছিলেন সাহেবের বোন। বিয়ের পর দিল্লিবাসী তিনি। অভিনেতাও ছিলেন না শহরে। মাত্র দুমাস বয়সী মেয়েকে নিয়ে কলকাতায় মায়ের কাছে এসেছিলেন অভিনেতার বোন। কিন্তু হঠাৎ করেই ডেঙ্গি ধরা পরে তাঁর। খবর পেয়েই ছুটে আসেন সাহেব। রক্ত জোগাড় করা গেলেও বাঁচানো যায়নি তাঁকে। বুধবার ভোর রাতে মারা যান তিনি। সোশ্যাল মিডিয়াতেই সাহেব নিজের পোস্টেই কমেন্ট বাক্সে লেখেন, “সবাইকে ধন্যবাদ এগিয়ে আসার জন্য। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি বুধবার ভোরে আমার বোনকে আমরা হারিয়েছি।”
সাহেবের মৃত বোন আসলে তাঁর মাসির মেয়ে, তাঁদের বাড়িতেই ছোটো থেকে মানুষ হয়েছিলেন তিনি। ছোটবেলায় মা-বাবাকে হারানোর জন্য সাহেবের মায়ের কাছেই থাকতেন তিনি। কিন্তু আচমকা যে এমনটা ঘটে যাবে, বুঝতে পারেননি কেউ-ই। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দুদিনেই মাল্টি অরগ্যান ফেল হয়ে যায়। তাঁর দু’মাসের ভাগ্নিকে আপাতত রাখা হয়েছে সাহেবের এক বন্ধুর স্ত্রীর কাছে। অভিনেতার ভগ্নিপতি নয়ডায় একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত। বোনের মৃত্য়ুতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন সাহেব।