নিউজ ডেস্ক: বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন বর্ষীয়াণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। ‘টনিক’ থেকে শুরু করে সাম্প্রতিকতম ‘আবার প্রলয়’, তাঁর অভিনয়ের ক্যারিশ্মায় মজে আছে বাঙালি। বিভিন্ন ধরণের চরিত্রে এখনো নিজেকে মেলে ধরছেন তিনি। রুপোলি পর্দা ছেড়ে কখনো ছোটো পর্দা আবার কখনো ওটিটি, সব জায়গায় নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। চরিত্রগুলির দিক থেকে বিচার করলে কখনো প্রতিবাদী আবার কখনো স্নেহশীল সবেতেই অবাধ বিচরণ তাঁর। কিন্তু এ বার ভূতের চরিত্রে দেখা যাবে তাঁকে।
এলাকায় ভূতুড়ে বাড়ি হিসেবে সাহেব রাজার বাড়িটির বিশেষ নাম রয়েছে। গল্পের মূল চরিত্রে রয়েছেন এক দম্পতি রাজদীপ এবং শ্রেয়া। যারা সেই বাড়িকেই নিজেদের ইউটিউব চ্যানেলে দেখানোর পরিকল্পনা করে। তাঁদের সঙ্গে সেই ভূতের বাড়িতে যায় তাদের দুই ছেলেমেয়েও। ঘটনাচক্রে সেখানে ভূতের হাতে বন্দি হয় তাঁরা। সেই সাহেব রাজার ভূত তাদের মুক্তি দিতে তিনটি শর্ত রাখে। শেষ পর্যন্ত তাঁরা মুক্তি পায় কি না, সেই গল্প নিয়েই আসছে ভৌতিক থ্রিলার ‘সাহেব রাজার বাড়ি’। ছবিটি পরিচালনা করছেন সূর্য ভট্টাচার্য। এটিই তাঁর প্রথম ছবি। ছবির গল্প ও চিত্রনাট্য তাঁরই রচনা।
ছোটোদের ভূতের সিনেমা এই ছবিটি। কলকাতা ছাড়াও ঝাড়গ্রাম, জনাই, বাটানগরে ছবির শুটিং হয়েছে। ছবিতে সাহেব রাজার অর্থাৎ বিভূতিনারায়ণ চৌধুরীর ভূতের চরিত্রে অভিনয় করেছেন পরান বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগেও ভূতের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অনীক দত্তের ‘ভূতের ভবিষ্যৎ’-এ জমিদার ভূত, সন্দীপ রায়ের অ্যান্থোলজি ছবি ‘চার’-এ এক মিচকে ভূতের চরিত্রে পরান অভিনয় করেছিলেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বরুণ চক্রবর্তী, অমৃতা চট্টোপাধ্যায়, অর্ণব বন্দ্যোপাধ্যায়। তিতলি এবং তোজো নামের বাচ্চা দু’টির চরিত্রে রয়েছে যাথাক্রমে অদ্রিজা ভট্টাচার্য এবং ওঙ্কার ভট্টাচার্য। ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পেতে চলেছে ছবিটি।