নিউজ ডেস্ক: স্বার্ম ড্রোন। এই ড্রোন বোমার মত নিক্ষেপ করা যায়। এই ড্রোনের সঙ্গে পাল্লা দেওয়ার
মত মেড ইন ইন্ডিয়া স্মার্ট মেশিন এল ভারতীয় সেনার হাতে। এই মেশিন দেখতে যান্ত্রিক সারমেয়র
মত। চারপেয়ে এই স্মার্ট মেশিনে সঙ্গে আর্টিফিশিয়ল ইন্টেলিজেন্সের মাধ্যমে যুক্ত করা
যাবে রাইফেল, এল এম জি, কারবাইন। স্থলের পাশাপাশি জলেও ব্যবহার করা যাবে এই স্মার্ট
অস্ত্র।
ভারত
প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হচ্ছে। বিদেশী যুদ্ধাস্ত্র
ধীরে ধীরে অতীত হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে। আত্মনির্ভর ভারতের ডাকে সাড়া দিয়ে এ যেন
স্বদেশী অভিযান সেনার। ভারতীয় সেনাবাহিনীকে দেশীয় সরঞ্জামে সজ্জিত
করা হচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে স্বনির্ভর করতে, ভারতীয়
সেনাবাহিনীকে দেশীয় অস্ত্রে সজ্জিত করছে । ভারতীয় সেনাবাহিনীতে দেশীয় অস্ত্রের
প্রচারের দিকে নজর দিচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীকে রক্ষা করতে এবং
মাতৃভূমিকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে UAV এবং বুলেটপ্রুফ
জ্যাকেট থেকে শুরু করে স্মার্ট ফেন্সিং সবই তৈরি করা হচ্ছে ভারতে।
অনুপ্রবেশ
ভারতের পাকিস্তান বাংলাদেশ উভয় সীমান্তে এক জটিল সমস্যা। নদী, পর্বত জঙ্গল ঘেরা সীমানায়
অনেক জায়গায় বেড়া কিংবা পাঁচিল কোনটাই দেওয়া সম্ভব নয়। সেখানে কাজে দেবে সেনার অত্যাধুনিক
ক্যামেরা। এছাড়াও ফেন্স সেন্স নামে অত্যাধুনিক কাটা তারের বেড়া ব্যবহার করছে সেনা।
এই বেড়ায় মানুষের ছোঁয়া লাগলেই অ্যাালার্ম বাজবে সেনা ছাউনিতে।
যুদ্ধকালীন
পরিস্থিতি কিংবা জঙ্গী হানার সময় সেনার প্রাণ বাঁচাতে ভীষণ প্রয়োজন বুলেট প্রুপ জ্যাকেট।
যে কোন ধরনের গুলি থেকে বাঁচতে ১ লক্ষ ৪৬ হাজার অত্যাধুনিক বুলেট প্রুফ জ্যাকেট ইতিমধ্যে
বরাতের মাধ্যমে পেয়েছে সেনা। এছাড়াও মানব বিহীন যান এহেন পরিস্থিতিতে প্রয়োজনীয় হয়ে
দাঁড়ায় সেনার জন্য। এই ধরণের যান আগেই পরিস্থিতির সমীক্ষা করে মিশনের জন্য রণকৌশল ঠিক করতে সাহায্য করে। এই ধরণের
যান শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তেও সক্ষম।