নিউজ ডেস্ক: রাজ্যে বিনিয়োগ টানতে বিদেশ সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ দিনের সফরের পরিকল্পনা রয়েছে তাঁর। তবে এই সফরের মধ্যেই আরেক বিদেশ সফরের আমন্ত্রণ পেয়ে গেলেন মমতা।
স্পেন যাওয়ার পথে দুবাই বিমানবন্দরে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহের। দেখেই হাসি। সৌজন্য বিনিময়। সেইসঙ্গে মাদ্রিদ যাওয়ার আগেই শ্রীলঙ্কা যাওয়ায় আমন্ত্রণ পেয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী।
দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় মমতা লিখেছেন, “আমাকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে দেখেছিলেন এবং আমাকে কিছু আলোচনায় যোগ দেওয়ার জন্য ডাকেন। আমি তাঁর শুভেচ্ছায় আপ্লুত হয়েছি এবং তাঁকে কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রণ জানিয়েছি।” সেইসঙ্গে তাঁর সংযোজন, “শ্রীলঙ্কার মহামান্য রাষ্ট্রপতি আমাকে শ্রীলঙ্কা সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। এই সাক্ষাৎ খুবই আনন্দদায়ক ছিল।”
বুধবার ভারতীয় সময় সকাল পৌনে ১০টা নাগাদ দুবাই থেকে মাদ্রিদের উদ্দেশে রওনা দেন মমতা। রাজ্যে শিল্প আনার জন্য দুবাই ও স্পেন সফর তাঁর। বিনিয়োগের লক্ষ্যে মাদ্রিদ ও বার্সালোনায় যাওয়ার কথা রয়েছে তাঁর। মঙ্গলবার দুবাই যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। বলেন, “পাঁচ বছর আগে স্পেন বইমেলায় এসেছিল। তাদের আমন্ত্রণেই যাচ্ছি। দুবাইতে বিজনেস সম্মেলন আছে। এনআরআই-দের সঙ্গে বৈঠক আছে। দেখনো কী হয়। সৌরভ মাদ্রিদ যাচ্ছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোটিং একজন করে প্রতিনিধিও যাচ্ছে।”