নিউজ ডেস্ক: জি- ২০ সম্মেলনে হাজির না থাকলেও ভারতের সঙ্গে যে সুসম্পর্কই রয়েছে রাশিয়ার তা পরিষ্কার করলেন ভ্লাদিমির পুতিন। দরাজভাবেই রুশ প্রধানকে প্রশংসা করতে দেখা গেল নরেন্দ্র মোদীর। সম্প্রতি রাশিয়ার ভ্লাডিভস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে অংশ নিয়েছিলেন পুতিন। সেখানেই ভারতের দ্রুত অর্থনৈতিক উন্নতির প্রসঙ্গে কথা বলেন তিনি। সেই সঙ্গে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের প্রশংসাও শোনা যায় তাঁর কণ্ঠে।
গাড়ি তৈরির বিষয়ে কথা বলতে গিয়ে ভারতকে ‘পার্টনার’ বলে সম্ভাষণ করেন রুশ প্রেসিডেন্ট। গাড়ির জাতীয় উৎপাদনের উপর জোর দিতে তিনি বলেন, ‘আমাদের পার্টনারদের কাছ থেকে এই বিষয়ে অনেক কিছু শেখা উচিত। যেমন ভারত আমাদের পার্টনার। তাদের থেকে আমাদের এই বিষয়ে শেখা উচিত। ভারত সম্প্রতি প্রয়াস করছে গাড়ি এবং জাহাজ যেন তাদের দেশের মাটিতেই উৎপাদন করা যায়।’ এরপরই পুতিন মোদীর মেক ইন ইন্ডিয়ার প্রশংসা করে বলেন, মোদী জাতীয় ব্র্যান্ড ব্যবহার জন্য উৎসাহিত করছেন ভারতীয়দের। তিনি সঠিক কাজ করছেন। আমাদেরও সেখান থেকে শেখা উচিত।
উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে রাশিয়ায় উৎপাদিত গাড়িই ব্যবহার করতে হবে তাঁদের। তবে দেশের সকল নাগরিকদের জন্য তা বাধ্যতামূলক করেননি পুতিন। তবে ভারতের দেখানো মেক ইন ইন্ডিয়ার পথ ধরে রাশিয়াও যে স্বদেশী জিনিসের ব্যবহারে জোর দেওয়ার কথা ভাবছে, তা পরিষ্কার স্বীকার করে নিলেন রুশ প্রেসিডেন্ট।