নিউজ ডেস্ক: ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি বহুতল বাড়িতে আগুন লেগে ৫৬
জন প্রাণ হারালেন। জখম অন্তত ৩৭। আটক করা হয়েছে
আবাসনের মালিককে। ভিয়েতনামের সরকারি সংবাদ সংস্থা ভিএনএ সূত্রে খবর, মঙ্গলবার রাত ২টো নাগাদ হ্যানয়ের একটি বহুতলে আগুন আগে।
ন’তলা ওই বিল্ডিংয়ে দেড়শোজন বাসিন্দা থাকতেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়
দমকলবাহিনী। অনেকেই প্রাণ বাঁচাতে জানালা থেকে ঝাঁপ দেন। তাতেও বেশ কয়েকজন গুরুতর
আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ইতিমধ্যে ওই বহুতলের মালিক এনঘিম
কোয়াং মিনকে আটক করেছে পুলিশ। অভিযোগ, মিন বহুতলের অগ্নিনির্বাপণ বিধিলঙ্ঘন করেছেন। এ বিষয়ে, ভিয়েতনামের নিরাপত্তা মন্ত্রালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত করা হবে। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। তারপর সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি
করে বিভিন্ন এলাকার সমস্ত বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে বলা হয়।