নিউজ ডেস্ক: রক্তাক্ত উপত্যকা। জঙ্গি দমন অভিযানে গিয়ে প্রাণ হারালেন ভারতীয় সেনার দুই আধিকারিক ও কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ কর্মী। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও সেনার শীর্ষ আধিকারিক।
মঙ্গলবার অনন্তনাগের কোকেরনাগ এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের দুই সেনা আধিকারিক। তাদের মধ্যে একজন ভারতীয় সেনার কর্নেল মনপ্রীত সিং এবং অন্যজন মেজর আশিস ধনচাক। তাঁদের সঙ্গে পুলিশের হয়ে নেতৃত্ব দিচ্ছিলেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট(DSP) হুমায়ুন মুজামিল ভাট। অভিযান চলাকালীন জঙ্গিদের গুলিতে প্রাণ হারান তিন আধিকারিক। উল্লেখ্য, প্রাক্তন ডেপুটি ইনস্পেক্টর জেনারেল গুলাম হাসান ভাটের ছেলে ছিলেন মৃত ডিএসপি।
সেনা সূত্রে খবর, মৃত আধিকারিকদের দেহ উদ্ধার করতে গিয়েও জঙ্গিদের প্রবল গুলিবৃষ্টির মুখে পড়তে হয় যৌথ বাহিনীর সদস্যদের। ঘটনাস্থলে পৌঁছেছেন সেনা আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ও জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং। এদিকে, জঙ্গি দমন অভিযান চালানোর জন্যে এলাকায় মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার।
এদিকে এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে(পূর্বের ট্যুইটার) সমবেদনা জানান তিনি। লেখেন, “জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এনকাউন্টারে আমাদের সাহসী বীরদের প্রাণহানিতে গভীরভাবে শোকাহত। শহিদদের পরিবার এবং প্রিয়জনের প্রতি আমার সমবেদনা। আমাদের সাহসীদের আত্মা শান্তিতে থাকুক। দেশকে রক্ষা করার জন্য তাদের এই আত্মবলিদান কখনই ভোলা যাবে না।”