নিউজ ডেস্ক: সনাতন ইস্যু নিয়ে এখনও তোলপাড় গোটা দেশ। একের পর এক বিতর্কিত মন্তব্য করে একদিকে যেমন ব্যাকফুটে ডিএমকে, অন্যদিকে পালের বাতাস কমছে INDIA জোটেরও। উদয়নিধি স্টালিন, পনমুডি এবং এ. রাজার একের পর এক সনাতন সম্পর্কে কুমন্তব্য করায় কার্যত প্রশ্ন উঠছিল এমকে স্টালিনের ভূমিকা নিয়ে। এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন DMK প্রধান। সনাতন সম্পর্কে কোনওরকম প্রতিক্রিয়া দিতে কঠোরভাবে নিষেধ করলেন তিনি দলীয় নেতাদের। এ প্রসঙ্গে গতকালই একটি বৈঠকে কর্মীদের এই নির্দেশ দেন স্টালিন।
উল্লেখ্য, সনাতন ধর্মকে বারেবারে ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনা ইত্যাদি ভাইরাসের সঙ্গে তুলনা করায় বিরোধীদের ভালোরকমভাবে ঘেরার সুযোগ পেয়েছে বিজেপি।উদয়নিধি স্টালিনের সনাতনকে শেষ করার বার্তা দেওয়ার পর বিজেপি অভিযোগ তোলে দেশের ৮০% মানুষকে হত্যা করার বার্তা দেওয়া হয়েছে এই বক্তব্যে। এরপর ডিএমকে মন্ত্রী পনমুডি সরাসরি INDIA জোটকে টেনে নিয়ে বলেন, সনাতনকে শেষ করার জন্যই ঐকমত্যে গঠিত হয়েছে এই জোট।
এরপর ডিএমকে-র সাংসদ আন্দিমুথু রাজাও সনাতন প্রসঙ্গে বলেন, ‘সনাতন ধর্ম নামক এই রোগের সঙ্গে সামাজিক কোনও সংস্কার নেই। খুব সততার সঙ্গে বলছি, কুষ্ঠের মতো এএইচআইভিকেও অত্যন্ত খারাপ চোখে দেখা হয়। সনাতন ধর্মকে এই HIV ও কুষ্ঠের মতো রোগ হিসাবে দেখা দরকার।’ সব মিলিয়ে সনাতন ইস্যু নিয়ে DMK-এর পাশপাশি যেভাবে কোণঠাসা হয়ে পড়ছে INDIA জোট, আগামী লোকসভায় তার আঁচ যাতে না পড়ে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিতে হয়েছে স্টালিনকে বলে মনে করছে রাজনৈতিক মহল।