নিউজ ডেস্ক: শাহরুখের পাঠান নিয়ে ক্ষুব্ধ হতে দেখা গিয়েছিল বিজেপিকে। আর ‘জওয়ান’-এর শুরুর দিকেও মোদী সরকারকে ঠোকা হয়েছে বলে অনেকে অভিযোগ করলেও আপাতত ছবিটি নিয়ে খুশির হাওয়া গেরুয়া পার্টির অন্দরেও! এবার ‘জওয়ান’-এর প্রশংসা করে দীর্ঘ পোস্ট করলেন ভারতীয় জনতা পার্টিরই এক শীর্ষস্তরের মুখপাত্র। শুনতে অদ্ভুত লাগলেও এমনটাই হলো ঘটনা। ছবির জন্য সরাসরি কিং খানকেই ধন্যবাদ জানাল দল।
বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়ার মতে ‘জওয়ান’ ছবিতে বিগত কংগ্রেস সরকারের দুর্নীতি আর অত্যাচারের কথাই তুলে ধরা হয়েছে। তাঁর সুদীর্ঘ পোস্টে শাহরুখকে কৃতজ্ঞতা জানিয়ে গৌরব লেখেন,’২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, নীতিহীন কংগ্রেস শাসনকে জওয়ান ছবির মাধ্যমে তুলে ধরার জন্য শাহরুখকে ধন্যবাদ। কারণ এই ছবিটি সমস্ত দর্শকদের UPA সরকারের দুঃখজনক রাজনৈতিক ইতিহাসকে মনে করিয়ে দেয়।’ ছবিতে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করা সংলাপ ‘হাম জওয়ান হ্যায়, আপনি জান হাজার বার দাও পার লাগা সাকতে হ্যায়, লেকিন সিরফ দেশ কে লিয়ে। তুমহারে জ্যায়সে দেশ বেচনেওয়ালো কে লিয়ে হারগিজ নেহি’– উল্লেখ করে এই মুখপাত্রের দাবি গান্ধী পরিবারের জন্যই মানানসই এই সংলাপ।
তথ্য উল্লেখ করে গৌরব জানান, কংগ্রেস আমলে ১.৬ লক্ষ কৃষক আত্মহত্যা করেছিলেন। কিন্তু বর্তমান বিজেপি সরকার নূন্যতম সহায়ক মূল্য হিসাবে ২.৫৫ লক্ষ কোটি টাকা ১১ কোটি কৃষককের অ্যাকাউন্টে পাঠিয়েছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে। বিজেপি সেনাদের ২.৩ লক্ষ বুলেটপ্রুফ জ্যাকেটও সরবরাহ করেছে, OROP-এর মাধ্যমে ১.২ লক্ষ কোটি টাকা বিতরণ করেছে। এই তথ্যের মাধ্যমে কংগ্রেসের আমলে কৃষকনীতি এবং ভারতীয় সেনার সশক্তিকরণের ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এমনকি সন্ত্রাসবাদী হানার পর কংগ্রেসের নরম নীতির বিপক্ষে বিজেপি সরকারের সার্জিক্যাল স্ট্রাইকের কথাও স্মরণ করতে দেখা যায় তাঁকে পোস্টে। স্মরণীয়, কদিন আগে জি-২০ বৈঠকের সাফল্যে মোদীর উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন কিং খান।