নিউজ ডেস্ক: আগামী ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন। সংসদীয় বিষয়ক মন্ত্রীর সেই ঘোষণার পর থেকে জাতীয় রাজনীতিতে এই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে কী ‘এক দেশ, এক নির্বাচন’, অভিন্ন দেওয়ানি বিধি, দেশের নামবদল ইত্যাদি বিলগুলি নিয়ে আলোচনা হবে এই অধিবেশনে? উঠতে থাকে প্রশ্ন। তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অধিবেশনের আলোচ্যসূচির একটি ‘অস্থায়ী তালিকা’ প্রকাশ করল কেন্দ্র।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আসন্ন অধিবেশনে সম্ভাব্য চারটি বিল পেশ করবে সরকার। সেগুলি হল পোস্ট অফিস বিল, অ্যাডভোকেট সংশোধনী বিল, প্রেস ও রেজিস্ট্রেশন বিল এবং গুরুত্বপূর্ণ মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল। গত ৩ অগাস্ট বাদল অধিবেশন চলাকালীন সংসদের উচ্চকক্ষে অ্যাডভোকেট সংশোধনী বিল এবং প্রেস ও রেজিস্ট্রেশন বিলটি পেশ করে কেন্দ্রীয় সরকার। বাকি দুই বিল পেশ করা হয় ১০ অগাস্ট। তাৎপর্যপূর্ণভাবে এতদিন যে বিষয়গুলি নিয়ে জল্পনা শুরু হয়েছিল, তার কোনও বিলই এই তালিকায় নেই।
উল্লেখ্য, সম্প্রতি একটি অর্ডিন্যান্স পেশ করে কেন্দ্র জানায়, এই নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কোনও ভূমিয়া থাকবে না। কমিটিতে কেবলমাত্র থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও কেন্দ্রীয় এক মন্ত্রী। এবার সেটিকে বিল আকারে আনার জন্য বিশেষ অধিবেশনে আলোচনা করবেন রাজ্যসভার সাংসদরা বলে জানিয়েছে কেন্দ্র।
শুধুমাত্র বিল পেশ নয়। আসন্ন অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের। জানা গিয়েছে, ভারতীয় গণতন্ত্রের ৭৫ বছরের ইতিহাস নিয়ে আলোচনা হবে এই অধিবেশনে। আলোচনা হবে সংসদ ভবনের ভূমিকা নিয়েও।
প্রসঙ্গত, বিশেষ অধিবেশনের আগে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র সরকার। অধিবেশনের আলোচ্য বিষয়বস্তু নিয়ে কথা হতে পারে ১৭ সেপ্টেম্বরের এই বৈঠকে। সেইসঙ্গে, অধিবেশনের পাঁচদিনই দলের সমস্ত সাংসদকে উপস্থিত থাকার জন্য উইপ জারি করেছে বিজেপি।