নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে প্রধান-এর শুটিং স্পট থেকে প্রায় প্রতিদিনই নিত্যনতুন খবর ভেসে আসছে। এবার উত্তরবঙ্গে প্রধান-এর শুটিং স্পটে সাত সকালেই হানা দিল এক অজগর! ভোর বেলা যখন ধীরে ধীরে সূর্যের আলো ফুটছে তখনই হইহট্টোগোলে ঘুম উড়ে যায় ইউনিটের। হোটেল কর্মীদের চিৎকারে হোটেলের নিচে নামতেই অবাক হয়ে যায় সকলে। এক হোটেলকর্মী বিশাল এক অজগর হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন!
উত্তরবঙ্গের তরাই অঞলে অনেক জীবজন্তুই থাকে। তার মধ্য়ে অজগরও রয়েছে। মাঝে মধ্যেই পাহাড়ি অঞ্চলে দেখা মেলে এই অজগরদের। তেমনই একটি অজগর সকলের অগোচরে হোটেলের চত্বরে ঢুকে পড়ে। বৃহস্পতিবার সকালে তাই সেই ঘটনার সাক্ষী থাকলেন প্রধান-এর অভিনেতারা। বিশালাকার সেই অজগর দেখে স্তম্ভিত দেব-সোহম-বিশ্বনাথরা। প্রকাণ্ড সেই ইন্ডিয়ান রক পাইথনটির ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন বিশ্বনাথ বসু। প্রায় ১৫ ফুট এই অজগরটির সঙ্গে ছবিও তুলেছেন অনেকে।
বিশ্বনাথ বসু জানান তিনি ভয় পেয়ে দূরেই ছিলেন। যদিও হোটেলকর্মীরা তাঁকে অজগরের সঙ্গে ছবি তুলতে অনুরোধ করেছিলেন। তবে পিছিয়ে ছিলেন না সোহম। দিব্যি অজগরকে হাতে নিয়ে ছবি তুলেছেন অভিনেতা। নিজের সোশ্য়ান মিডিয়াতে সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সুপ্রভাত। আজকের সকালের প্রধান আকর্ষণ’। জানা গিয়েছে যে অজগরটিকে সাবধানে ধরে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনার জেরে শুটিং ইউনিটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।