নিউজ ডেস্ক: এই বছরটা বেশ ভালোই যাচ্ছে সাংসদ-অভিনেতা দেবের। পর পর বিরতিহীন ভাবে ছবির কাজ করে চলেছেন তিনি। একটি ছবি মুক্তি পাওয়ার আগেই পরবর্তী ছবির শুটিং শুরু করে দিচ্ছেন তিনি। এরই মাঝে রয়েছে ছবির প্রচার। সবদিক সামলে তাহলে পরিবারকে কী করে সময় দিচ্ছেন দেব? সোশ্যাল মিডিয়ায় মাঝে মঝ্যেই নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করেন অভিনেতা। কিন্তু কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব-রুক্মিণী মৈত্র অভিনীত ছবি ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’। তার ঠিক পরেই শুরু করেছেন ক্রিসমাসের ছবি ‘প্রধান’-এর শুটিং। উত্তরবঙ্গে চলছে সেই ছবির শুটিং। শত ব্য়স্ত তিনি। তবে এর মাঝেই পরিবারের জন্য ঠিকই সময় বরাদ্দ রেখেছেন তিনি।
উত্তরবঙ্গেই শুটিংয়ের ফাঁকে এক নদীর মাঝে মায়ের সঙ্গে সময় কাটাতে দেখা গেল অভিনেতাকে। মা-কে জড়িয়ে ধরে এক হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছেন দেব। হাসিমুখে ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন তাঁর মা-ও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে দেব লেখেন, ‘শুটিংয়ের মাঝে পরিবারের সঙ্গে কিছু সময়’। এই ছবি দেখে খুশি তাঁর অনুরাগীরাও। ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেন না তিনি। নিজের জন্মদিনের দিনও পরিবারের সঙ্গে কাটানো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তিনি।
উত্তরবঙ্গের এক গ্রামে এই মুহূর্তে প্রধান-এর শুটিং করছেন দেব। ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি। যদিও পুজোর সময় মুক্তি পেতে চলেছে দেবের বাঘা যতীন। শুটিংয়ের ফাঁকেই মাঝে মাঝে কলকাতায় আসছেন তিনি ছবির প্রচারের জন্য। ইতোমধ্যেই ছবির টিজার প্রকাশ্যে এসেছে। ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়।