নিউজ ডেস্ক: ব্রিক্সের মঞ্চে সীমান্তে শান্তির পক্ষে সওয়াল করেছিল চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই ভারতের অংশকে নিজেদের মানচিত্রে দেখিয়ে ফের বিতর্ক উস্কে দেয় বেজিং। চিনের সেই বাড়বাড়ন্তের জবাবে এবার সেদেশের আসল মানচিত্র প্রকাশ করলেন ভারতের প্রাক্তন আর্মি স্টাফ জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে(MMNaravane)।
নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে জেনারেল নারাভানে লিখেছেন, ‘অবশেষে চিনের আসল মানচিত্র কেউ খুঁজে পেয়েছে’। সেই মানচিত্র দেখে বোঝাই যাচ্ছে আসল আয়তনে বেশ ছোট দেশ চিন। অথচ সময়ের সঙ্গে সঙ্গে বেশকিছু এলাকা বলপূর্বক অধিগ্রহণ করেছে ড্রাগনের দেশ। ভারতের তিব্বত এবং লাদাখের অংশও রয়েছে সেই তালিকায়। রয়েছে দক্ষিণ চিন সাগরের বেশকিছুটা অংশ।
Tags: NULL