নিউজ ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা এবং ’২৪-এর লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে জনসভা করবে ‘ইন্ডিয়া’ জোট। আর প্রথম জনসভাটি হবে ভোটমুখী মধ্যপ্রদেশের ভোপালে। বুধবার সমন্বয় কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিরোধীদের মহাজোটের শরিকরা।
চলতি বছরের ডিসেম্বরে মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগে অক্টোবরে জনসভা করতে চলেছে ‘ইন্ডিয়া’ জোট(I.N.D.I.A)। মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ বিজেপি বিরোধী একাধিক ইস্যুতে এই জনসভা হবে বলে খবর। জনসভার আয়োজকের ভূমিকায় রয়েছে কংগ্রেস। তবে অন্যান্য শরিকি দলের উপস্থিত থাকারও কথা রয়েছে। এরপর দেশের অন্যান্য প্রান্তে এ ধরণের জনসভা হবে বলে খবর।
সূত্রের খবর, এদিনের বৈঠকে জাতিগত সমীক্ষা নিয়েও আলোচনা করেন জোটের নেতারা। ইন্ডিয়া জোটের দখলে থাকা বিহারে ইতিমধ্যেই জাতি সমীক্ষা শুরু হয়েছে। আগামীদিনে এই সমীক্ষাকে জাতীয় স্তরে ইস্যু করতে পারে ইন্ডিয়া জোট বলে সূত্রের খবর।
এছাড়া কিছু কিছু মিডিয়া সঞ্চালককে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে বলে খবর। এক্ষেত্রে কোন কোন সঞ্চালককে বয়কট করা হবে, তা ঠিক করবেন জোটের প্রচার কমিটি। সেই সঞ্চালকদের অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের কোনও নেতা অংশগ্রহণ করবেন না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।