নিউজ ডেস্ক: করোনা, নিপা ভাইরাসের পর এবার স্ক্রাব টাইফাসের আতঙ্ক। একাধিক
রাজ্য়ে ছড়াচ্ছে সংক্রমণ। ইতিমধ্যেই দুই রাজ্যে একাধিক আক্রান্তের মৃত্যুও হয়েছে।
জানা গিয়েছে, ওড়িশায় স্ক্রাব টাইফাসে আক্রান্ত
হয়ে পাঁচজনের মত্যু হয়েছে। অন্যদিকে, হিমাচল প্রদেশেও কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে স্ক্রাব টাইফাস সংক্রমণে।
ওড়িশার বরগড় জেলার মুখ্য স্বাস্থ্য
আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যে স্ক্রাব টাইফাস সংক্রমণে পাঁচজনের মৃত্যু হয়েছে।
আক্রান্তরা সকলেই বরগড় জেলার বাসিন্দা। মৃতদের মধ্যে দুইজন সোহেলা ব্লকের
বাসিন্দা ও বাকি তিনজন আট্টাবিরা, ভেদেন ও বারপালির
বাসিন্দা। আক্রান্তরা সকলেই হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, চলতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে মোট ১৪২টি নমুনা
পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে চারজনের রিপোর্ট
পজেটিভ আসে। আক্রান্তরা সকলেই চিকিৎসাধীন এবং তারা সুস্থ রয়েছেন।
মূলত এক প্রকার পোকার কামড় থেকেই এই রোগ ছড়ায় বলে
জানা গিয়েছে। এখনও পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে এই রোগে। রোগে সংক্রামিত হলে প্রথমত
প্রবল জ্বর, কাঁপুনি, গায়ে ব্যথা, মাথা ব্যথা, শুকনো কাশি, চোখ লাল হয়ে যাওয়া, মেনিনজাইটিস
ইত্যাদি সমস্যা দেখা দেয়।