নিউজ ডেস্ক: ‘হাজার হাজার বছর ধরে সনাতন সংস্কৃতিই রক্ষা করছে ভারতকে।’ মধ্যপ্রদেশে সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে এসে সনাতন-বিরোধীদের যোগ্য জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বিরোধী জোটকে ‘ইন্ডি জোট’ বলে কটাক্ষ করে তাঁর বক্তব্য,’ যে সনাতন ধর্ম সন্ত রবিদাস আর মাতা শবরীর পরিচয়, মহর্ষি বাল্মীকির আধার; যে সনাতন হাজার হাজার বছর ধরে ভারতের অখণ্ড রেখেছে, বিরোধীরা সম্মিলিতভাবে সেই সনাতনকে খণ্ড করর ষড়যন্ত্র চালাচ্ছে।’ তিনি অভিযোগ করেন, সনাতন ধর্মের বিরোধীরা প্রকাশ্যেই সনাতন নিয়ে বিরোধিতা শুরু করেছেন।’ এ প্রসঙ্গে দেশের মানুষকে সতর্ক করে মোদীর বার্তা, আমাদের সম্মিলিতভাবে এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।
সনাতন প্রসঙ্গে বলতে গিয়ে শ্রীরামচন্দ্র, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, লোকমান্য তিলকের ভূমিকা স্মরণ করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। তাঁর কথায়, সনাতন সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে স্বামী বিবেকানন্দ সমাজের খারাপ দিকগুলি তুলে ধরে জনজাগরণের কাজ করেছিলেন। আবার লোকমান্য তিলকও তাঁর স্বতন্ত্র ভারতের স্বপ্ন দেখেছিলেন সনাতনের আদর্শ থেকেই। গণেশ পুজোকে তিনি যুক্ত করেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে। আজ সেই সনাতন ধর্মকেই বিরোধী জোট নির্মূল করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ফাঁসির মঞ্চে আত্মবলিদান দেওয়া স্বাধীনতা সংগ্রামীরাও পরের জন্মে ফের ভারতমায়ের কোলে জন্ম নেওয়ার ইচ্ছা প্রকাশ করেই ফাঁসির দড়ি গলায় পরতেন।
উল্লেখ্য, উদয়নিধি স্টালিনের সনাতন ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ম্যালেরিয়া ডেঙ্গুর সঙ্গে এর তুলনা করার পর থেকেই তোলপাড় গোটা দেশ। উদয়নিধির এই বিতর্কিত মন্তব্যের সমর্থন করে আরও এক একদম এগিয়ে যান তাঁরই দলের আর এক মন্ত্রী কে. পনমুডি। পনমুডি তাঁর বক্তব্যে সরাসরি নাম নেন INDIA জোটের। প্রকাশ্যেই তিনি বলেন, INDIA জোটের সৃষ্টি হয়েছে সনাতনকে নির্মূল করতেই। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে। কিন্তু সনাতন ধর্মের বিরোধিতা করা নিয়ে আমাদের মধ্যে ভিন্ন মত নেই।
অন্যদিকে, উদয়নিধি, পনমুডির সূত্র ধরে সনাতন ধর্মকে নিয়ে কুমন্তব্য করতে পিছপা হননি দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজও। একটি অনুষ্ঠানে তাঁকেও বলতে শোনা যায়,’ ৮ বছরের শিশুকে ধর্মের সঙ্গে যুক্ত করা কি সনাতন নয়? আসলে সনাতন ডেঙ্গু রোগের মতো, যাকে খতম করা জরুরি।’ তবে ভারতের সনাতন সংস্কৃতি নিয়ে অপশব্দ বলা হলে তার উপযুক্ত জবাব দিতে যে পিছপা হবেন না, তা পরিষ্কার মোদীর ঝাঁঝালো বক্তব্যেই।