নিউজ ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে খেলতে গিয়ে গুরুতরভাবে
চোট পেলেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ। কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই
আঘাত পাওয়ায় এখন প্রায় ৪-৫ মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলেই জানা গিয়েছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ীকে অন্তত চার
মাসের জন্যে পাওয়া যাবে না, এমনটাই জানা গিয়েছে।
বিশ্বকাপের মাঝেই ভারতের ঘরোয়া ক্রিকেট শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের
শুরুতে খেলতে পারবেন না পৃথ্বী।
বোর্ডের এক সূত্র জানিয়েছেন, চোট পাওয়ার পরেই পৃথ্বীর এমআরআই করা হয়েছে যেখানে দেখা গিয়েছে গ্রেড টু পর্যায়ের চোট রয়েছে পৃথ্বীর। দেশে ফেরার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয় তাকে। বোর্ডের বিশ্বস্ত ডাক্তার দীনশ পারদিওয়ালার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তিনি অতীতে ঋষভ পন্থ-সহ একাধিক ক্রিকেটারের চিকিৎসা করেছেন। তিনিই পৃথ্বীকে
দেখবেন। তবে অস্ত্রোপচার করা হবে নাকি স্বাভাবিক ভাবেই চোট সারানোর দিকে জোর দেওয়া
হবে, তা এখনও ঠিক হয়নি।