নিউজ ডেস্ক: জঙ্গি নেতার নিকেশের বদলা নিতেই সেনা আধিকারিক ও পুলিশ আধিকারিককে হত্যা করা হয়েছে। অনন্তনাগে তিনজনের আত্মবলিদানের খবর প্রকাশ্যে আসতে ঘটনার দায় স্বীকার করে নিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবা(LeT)এর একটি শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট।
বুধবার অনন্তনাগের কোকেরনাগ এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন ভারতীয় সেনার কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধনচাক, কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট(DSP) হুমায়ুন মুজামিল ভাট। অভিযান চলাকালীন জঙ্গিদের গুলিতে প্রাণ হারান এই তিন আধিকারিক।
এবার সেই হামলারই দায় স্বীকার করে বার্তা দেয় জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবা। তাদের একটি শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট জানিয়েছে, চলতি মাসেই পাক অধিকৃত কাশ্মীরে তাদের সংগঠনের এক নেতা খুন হয়েছে। সেই খুনের প্রতিশোধ নিতেই হামলা করা হয়েছে নিরাপত্তা বাহিনীর উপর।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কমান্ডার পর্যায়ের নেতা রিয়াজ আহমেদের। জঙ্গি নেতার মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠে তাঁর অনুগামীরা। তারপরেই ছক কষে নিরাপত্তা বাহিনীর উপরে হামলা চালায় এই জঙ্গি সংগঠন। নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে থাকা তিন উচ্চপদস্থ আধিকারিককে লক্ষ করেই হামলা চালানো হয়েছে বলে দাবি জঙ্গি শাখার।