নিউজ ডেস্ক: পরণে শার্ট-প্যান্ট, বাদামি রংয়ের লং কোট, মাথায় টুপি আর দুহাতে দুটো পিস্তল। ‘বাদামী হায়নার কবলে’ ছবির অ্যানিমেশন পোস্টার মুক্তি পেয়েছিল আগেই। এবার প্রকাশ্য়ে এল ছবির মোশন পিকচার। দেবালয় ভট্টাচার্যের নতুন ছবি ‘বাদামী হায়নার কবলে’৷ ছবির মোশন পোস্টারেই শার্লক হোমসকে মনে করিয়ে দিলেন আবির। গোয়েন্দা দীপক চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা আবিরকে। সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দোপাধ্যায়ও৷ এই গোয়েন্দা বাংলার আর পাঁচটা গোয়েন্দার মতো নয়।
ফেলু মিত্তির কিংবা ব্যোমকেশ বক্সী যেমন ঠান্ডা মাথার মানুষ দীপক তা মোটেই নয়। বরং বেশ বেপোরোয়া এবং উত্তেজিত স্বভাবের গোয়েন্দা তিনি। দুহাতে সবসময়ই দুটি পিস্তল থাকে এবং একহাতে থাকে টর্চ। গাড়িও চালায় বেপরোয়া ভাবেই। কিন্তু স্বভাব যাই হোক না কেন রহস্য উদঘাটনে সিদ্ধহস্ত তিনি। শ্রী স্বপন কুমার রচিত গোয়েন্দা চরিত্র দীপক চ্যাটার্জী। ছবির গল্প কোনো একটি নির্দিষ্ট কাহিনিকে কেন্দ্র করে নয় বরং লেখকের বিভিন্ন চরিত্রকেই দেখানো হয়েছে ছবিতে। ছবিতে স্বপন কুমারের ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গৌতম হালদারকেও। গোয়েন্দার সহকারী রতনলালের চরিত্রে অভিনয় করেছেন প্রতীক দত্ত।
‘বাদামী হায়নার কবলে’ ছবিটি হইচই স্টুডিয়োজের প্রথম ছবি। শ্রী স্বপন কুমার ওরফে সমরেন্দ্রনাথ পাণ্ডে পাঁচের দশক থেকেই লেখালিখি শুরু করেছিলেন। তার মধ্যে প্রায় তিন দশক লিখেছিলেন গোয়েন্দা দীপক চ্য়াটার্জিকে নিয়ে। যদিও তাঁকে নিয়ে কোনো হেলদোল নেই বাংলা সাহিত্য জগতে। তাই পরিচালক দেবালয় এই চরিত্রটিকেই বড়পর্দায় প্রাণ গিতে চেয়েছিলেন। বছরের শেষ দিকে নভেম্বর মাসে এই ছবি মুক্তি পাবে বলে আপাতত জানা গিয়েছে।