নিউজ ডেস্ক: কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি নিকেশ অভিযানে গিয়ে বীরগতি প্রাপ্ত হওয়া ৩ ভারতীয় সেনার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভারতীয় সেনার প্রাক্তন জেনারেল ভি.কে সিং। কাশ্মীরে সন্তাসবাদী কার্যকলাপের যোগসাজশ নিয়ে সরাসরি পাকিস্তানকে তোপ দাগলেন তিনি। তিনি বলেন, ‘পাকিস্তানকে এবার সম্পূর্ণ একঘরে করে দেওয়ার কথা ভাবতে হবে। পাকিস্তানকে বুঝতে হবে যতক্ষণ তারা না শুধরায়, ততক্ষণ এরকমভাবেই একঘরে থাকতে হবে। আজ এটা সত্যিই ভাববার বিষয়।
তাঁর মতে, পাকিস্তানের উপর নরম নীতি নেওয়া হলেই তার নেতিবাচক সদ্ব্যবহার করে পাকিস্তান। প্রতিবেশী দেশের প্রসঙ্গে ভি.কে সিং বলেন, পাকিস্তানকে পাকাপাকিভাবে আলাদা না করলে ওরা শুধু বলবে সব কিছু ঠিকঠাক আছে। আর তার পরেই বলিউড ছবিতে কাজ করতে কিংবা ক্রিকেট খেলতে চলে আসবে। কিন্তু ওদের উপর চাপ দেওয়ার নীতি নিতে হলে একঘরে করাই বাঞ্ছনীয়।
উল্লেখ্য, অনন্তনাগে সেনা অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে বীরগতি পান কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনাক ও ডিএসপি হুমায়ুন ভাট। ঘটনার দায় স্বীকার করে লস্কর ই তৈবার এক সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। সেনা ও পুলিশের বীরদের মৃত্যুতে ফুঁসে উঠেছে গোটা দেশ। জঙ্গি দমনে আরও কঠোর নীতি নেওয়া প্রয়োজন বলে মনে করছে দেশবাসী। বিজেপির জাতীয় মুখপাত্র শাহনাওয়াজ হুসেন বলেন, ‘বিফলে যাবে না দেশের বীর সেনাদের আত্মত্যাগ। যে সব জঙ্গি ও সংগঠন এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের যোগ্য জবাব দেওয়া হবে।’