নিউজ ডেস্ক: লা লিগার কর্তাদের সঙ্গে আলোচনার জন্য মাদ্রিদ সফরে গিয়েছিলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে লা লিগার কর্তাদের সঙ্গে আলোচনার পর জানা
গিয়েছে বাংলার ফুটবলের উন্নতির জন্য কলকাতার বুকে লা লিগা একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে
তুলবে।
এই অ্যাকাডেমি গড়ার যাবতীয় জমির
ব্যবস্থা করবে রাজ্য সরকার। স্পেনের বুকে সেই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের
মুখ্যমন্ত্রী। এই ঘোষণার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন লা লিগার
সভাপতি জাভিয়ের তেভাস এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারত তথা বাংলার ফুটবলের উন্নতির
জন্য একটি অ্যাকাডেমি গড়তে চায় লা লিগা। সংস্থার সভাপতি জাভিয়ের তেভাস এই নতুন দিক
নিয়ে খুবই আশাবাদী। নতুন প্রতিভা খুঁজে আনতে সব উদ্যোগ লা লিগার তরফ থেকেই নেওয়া
হবে বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন যে লা লিগার কর্তাদের
সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনার শেষে মৌ স্বাক্ষরিত হয়েছে। খুব দ্রুত লা লিগার কর্তারা
বাংলায় আসবেন অ্যাকাডেমি গড়ে তোলার কাজের জন্য। বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলিও ছিলেন এদিনের আলোচনায়। তিনি জানান, শুধু বাংলা নয়, গোটা ভারতের কাছে অসাধারণ এক মুহূর্ত হতে চলেছে। আশাকরি স্প্যানিশ ফুটবল
কলকাতার বুকে আলাদা দৃষ্টান্ত গড়তে পারবে।” সৌরভ আরও যোগ করেন, “কথা দিচ্ছি আপনারা একবার কলকাতায় যোগ দিলে বুঝতে পারবেন কেন
এই শহর ফুটবল অ্যাকাডেমি তৈরি হওয়ার জন্য উপযুক্ত।’