নিউজ ডেস্ক: উপাচার্য নিয়োগ নিয়ে
রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব চরমে। এরই মাঝে উপাচার্য নিয়োগ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয়
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বললেন, ‘উপাচার্য নিয়োগের অধিকার রাজ্যপালের রয়েছে। শিক্ষায় নাক না গলিয়ে রাজ্য
নিজেদের দায়িত্ব পালন করুক।’ বৃহস্পতিবার এমনই
মতপ্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর মতে রাজ্যের
অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্য নিয়োগ রাজ্যপালের অধিকারের মধ্যেই পড়ে।
একই সঙ্গে তিনি রাজ্য সরকারকে পরামর্শ দিয়ে বলেছেন, সরকারের উচিত যাদবপুরের মতো ঘটনা যাতে না হয় সেদিকে নজর
রাখতে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
ধর্মেন্দ্র প্রধান শহরের পাঁচতারা হোটেলে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূলত
শিক্ষা সংক্রান্ত আলোচনামূলক একটি অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল
নতুন নিয়োজিত উপাচার্যদের একাংশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে উপাচার্যদের
এই উপস্থিতি নতুন করে বিতর্ক তৈরি করে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অবস্থান স্পষ্ট
করে দিয়ে জানিয়ে দিয়েছেন, রাজ্যপালের পাশেই
আছে কেন্দ্র।
ধর্মেন্দ্র প্রধান বলেন,’অন্য রাজ্যে রাজ্যপালই রাজ্যের অধীনে থাকা
বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করেন। তাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল তাঁর
অধিকারের মধ্যে থেকেই উপাচার্য নিয়োগ করছেন। তাঁকে আক্রমণ না করে রাজ্যের উচিত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্র মৃত্যুর ঘটনা আটকাতে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে
নিরাপত্তায় জোর দিতে।‘