নিউজ ডেস্ক: দেশজুড়ে কেবল প্রতারণার খবর, আর্থিক কেলেঙ্কারির কথা উঠে আসছে
একের পর এক। এবার সেই চিটফান্ডের আর্থিক কেলেঙ্কারির শিরোনামেই উঠে এলেন বলিউডের বিখ্যাত
অভিনেতা গোবিন্দা। ভারত জুড়ে প্রায় ১ হাজার কোটি
টাকার আর্থিক প্রতারণা! শুধু ভারতেই নয়, দেশের বাইরেও নিজেদের জাল বিস্তার করছিল এই চিটফান্ড চক্র। সেই মামলাতেই এবার বলি অভিনেতা গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করা
হবে বলে জানাল ওড়িশা ইকোনমিক অফেন্স উইং।
তদন্তকারীদের দাবি, সোলার টেকনো অ্যালায়েন্স নামে একটি সংস্থা ভারত এবং দেশের
বাইরেও অন্যান্য দেশে অনলাইনে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের টোপ দিয়ে রীতিমতো
পিরামিডের আকারে পনজি স্ক্যামের জাল ছড়িয়ে দিয়েছিল। সূত্রের খবর, এই চিটফান্ড সংস্থার হয়ে ভিডিও বার্তা মারফত প্রচার
চালিয়েছিলেন গোবিন্দা।
সোলার টেকনো অ্যালায়েন্স নামে
ভদ্রকের ওই চিটফান্ড সংস্থাটি এসটিএ টোকের নামে নিজস্ব টোকেন চালু করেছে। তার
প্রচারও করা হয়েছে দেশ-বিদেশে। মাল্টি-লেভেল মার্কেটিং স্কিম হিসেবে সংস্থাটি
কর্মীদের দিয়ে দ্রুত বিপুল অঙ্কের লাভের লোভ দেখিয়ে আরও বেশি সদস্যদের যোগদান
করাত। সেই সদস্যরা একইভাবে চেন-সিস্টেমে আরও বেশি লোকজনকে যোগদান করাতেন। এইভাবেই
পিরামিডের চূড়ায় বসে প্রতারণার নেতৃত্ব দিতেন সংস্থার এক বা কয়েকজন শীর্ষ কর্তা।
আর ভূমিস্তরে ক্রমশ চওড়া হত প্রতারিত এবং হয়তো না জেনেই জালিয়াতিতে অংশ নেওয়া
সদস্যের সংখ্যা।
এই ঘটনায় শুরু থেকেই তদন্ত করছিল
ভুবনেশ্বরের ইকোনমিক অফেন্স উইং। তাতেই জানা যায়, ওড়িশায় এই জালিয়াতির অন্যতম কান্ডারি হলেন ভদ্রকের বাসিন্দা নিরোধ কুমার দাস
নামে এক ব্যক্তি। নিরন্তর প্রচার চালিয়ে তিনি কোম্পানিতে ৬০০০ এরও বেশি সদস্যদের
যুক্ত করেছিলেন। দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সংস্থার হয়ে প্রচার করতেন তিনি।