নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে কিছুদিন আগেই লিফট ভেঙে বিপত্তি
ঘটেছিল, মারা গিয়েছিল অনেক শ্রমিক। তারপর একইভাবে লিফট ভেঙে বিপত্তি ঘটল নয়ডার একটি
বহুতলে। শুক্রবার সকালে গ্রেটার নয়ডার গৌর সিটির কাছে একটি বহুতলের
লিফট ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। আপাতত আহতদের
সকলকেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে লিফট থেকে সকলকেই উদ্ধার করা
গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই মহারাষ্ট্রে লিফট ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল ৭
শ্রমিকের।
জানা গিয়েছে, গ্রেটার নয়ডার গৌর সিটির কাছে তৈরি হচ্ছিল একটি বহুতল
আবাসন। শুক্রবার সকালে আচমকাই নির্মীয়মাণ বহুতলের লিফটটি ভেঙে পড়ে। ঘটনার সময়ে ৯
জন ছিলেন লিফটের মধ্যে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় লিফটে থাকা ৪ জনের। গুরুতর অবস্থায়
৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় জেলাশাসক মণীশ ভার্মা জানিয়েছেন, আপাতত দুর্ঘটনাগ্রস্ত লিফটের মধ্যে কেউ আটকে নেই। কী করে
লিফটটি ভেঙে পড়ল তার কারণ জানা যায়নি।
এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে লিফটের
রক্ষণাবেক্ষণ নিয়ে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, গত ২৩ আগস্টই লিফটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছিল।
সেখানে কোনও সমস্যা দেখা যায়নি। যদিও এই দাবিকে ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছেন
স্থানীয়রা। প্রশাসনের তরফে বলা হয়, লিফট ভেঙে পড়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে।