নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে রাজ্য ও রাজ্যপালের সংঘাত পৌঁছেছে সুপ্রিম কোর্টে। সম্প্রতি আচার্য তথা রাজ্যপালের একক সিদ্ধান্তে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগে তা অন্যমাত্রায় পৌঁছয়। এই আবহে বিবাদ দূরে সরিয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে তৎপর হল সুপ্রিম কোর্ট।
শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে নিজেদের মধ্যে মতভেদ দূরে রেখে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিতে নজর দিতে হবে। এদিন সিভি আনন্দ বোসের আইনজীবী অভিযোগ করেন, রাজ্যের শিক্ষামন্ত্রী প্রকাশ্যে রাজ্যপালের মর্যাদাহানি করছেন। আদালত পরিষ্কার করে জানিয়ে দেয় এ বিষয়ের মধ্যে ঢুকবে না। ইগো ভুলে শিক্ষা ও পড়ুয়াদের দিকেই নজর দিতে হবে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্য, রাজ্যপাল এবং ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) তিন থেকে পাঁচজন বিশিষ্ট ব্যক্তির নাম জমা দেবে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে সেই নাম জমা দিতে হবে। সুপ্রিম কোর্টে সেখান থেকেই সার্চ বা অনুসন্ধান কমিটি গড়ে দেবে। স্থায়ী উপাচার্য নিয়োগে এই সার্চ কমিটিই প্রস্তাব দেবে। সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর।
এদিকে গতকাল কলকাতায় এসেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনিও রাজ্যের শিক্ষামন্ত্রীর সমালোচনা করেছেন। তিনি বলেন, রাজ্যের শিক্ষামন্ত্রী যে ভাষা বলছেন তা বাংলার সংস্কৃতির সঙ্গে বেমানান।