নিউজ ডেস্ক: এবার ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সমবায় মামলার শুনানির সময় তিনি রাজ্যকে ওই টাকা জরিমানা করেছেন।
কেন এই জরিমানা?
‘আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতি’তে ৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। সিআইডি ওই সমবায় দুর্নীতির তদন্ত করছে। কিন্তু তদন্তের গতিপ্রকৃতিতে খুশি নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত ২৪ অগাস্ট জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ওই মামলার শুনানির সময় তিনি তদন্তভার সিবিআই ও ইডির হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। শুক্রবার সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে নিজেদের কাছেই তদন্তভার রেখে দেওয়ার আবেদন জানাই সিআইডি। এর শুনানিতেই বিচারপতি রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। দু’সপ্তাহের মধ্যে ওই টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে।
এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় সিআইডির উদ্দেশে বলেন, “কারা টাকা আত্মসাৎ করেছে আমি জানি। আগে সাইকেলে চড়ে ঘুরত, গরিব মানুষের টাকা মেরে এখন গাড়ি চড়ে। কোর্টের সঙ্গে খেলা হচ্ছে।” সরকারি আইনজীবী নাম জানতে চাইলে বিচারপতি বলেন, চেম্বার এলে নাম জানিয়ে দেবেন। এদিন সিবিআই আদালতে নালিশ করে তাদের হাতে তদন্তের কোনও নথিই তুলে দেওয়া হয়নি। তিন সপ্তাহ হয়ে গেলেও কোনও নথি হস্তান্তর না হওয়ায় বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। এরপরই জানিয়ে দেন, ১৮ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি তুলে দিতে হবে কেন্দ্রীয় সংস্থার হাতে। তা না হলে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে আদালতে ডেকে পাঠানো হবে।
এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও সতর্ক করে দিয়েছেন। সিবিআইকে বলেন, “৫০ কোটির দুর্নীতি হয়েছে। গরিবের টাকা মেরে দিয়েছে। গ্রামের মানুষ সব্জি বিক্রি করে ওই টাকা রেখেছিল। প্রতারণা করা হয়েছে।“ আবার ইডিকে বলেছেন,”যতবড় প্রভাবশালী হোক না কেন গ্রেফতার করুন। দ্রুত তদন্ত শেষ করতে হবে।”