নিউজ ডেস্ক: কেরলের কোঝিকোড়ে
ক্রমেই বাড়ছে নিপা আতঙ্ক। শুক্রবার নতুন করে আক্রান্ত এক ৩৯ বছরের ব্যক্তি। সব
মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬-এ। লক্ষ রাখা হচ্ছে তাঁদের সংস্পর্শে আসা ৯৫০
জনের দিকে। এঁদের মধ্যে ২১৩ জন রয়েছে হাই রিস্ক ক্যাটাগরিতে। ইতিমধ্যেই মৃত্যু
হয়েছে দুজনের। পরিস্থিতি সামলাতে তাই তৎপর প্রশাসন।
শুক্রবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী একটি বিবৃতিতে জানিয়েছেন,
আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের মধ্যে প্রায় ২৮৭ জনই স্বাস্থ্যকর্মী। ফলে
সংক্রমণে রাশ টানতে ইতিমধ্যেই জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেসরকারি হাসপাতালে
ইতিমধ্যেই ভর্তি হয়েছেন ৪ জন। আর মেডিকেল কলেজে পর্যবেক্ষণে রয়েছেন প্রায় ১৭ জন।
কোঝিকোড়ে এর আগেও নিপা ভাইরাসের
দৌরাত্ম্য দেখা দিয়েছে। ২০১৮ ও ২০২১ সালে দু’বার আতঙ্ক ছড়িয়েছিল নিপা। প্রথমবার ২৩ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। প্রাণ
হারিয়েছিলেন ১৮ জন। এবার নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।