নিউজ ডেস্ক: অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের খবরে সরগরম নেটপাড়া। তাই বেশ কিছুদিন ধরেই প্রচারের আলোয় রয়েছেন অভিনেতা অর্জুন কপুর। কখনও তাঁদের একসঙ্গে ডেট-এ যেতে দেখা যায়, কখনও আবার সোশ্যাল মিডিয়াতে অন্য সুর গাইতে দেখা যায় অভিনেত্রীকে। চাঁদের সম্পর্কে চিড় ধরেছে নাকি সোশ্যাল মিডিয়া ইন্ফ্লুয়েন্সার কুশা কাপিলার জন্য। সম্প্রতি সেই নিয়েই নাকি কপুর পরিবারকে আনফলো করেছেন অভিনেত্রী। অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে যখন নানা রকম জল্পনা চলছে সেই সময় নিজের এক সঙ্গীকে হারিয়ে ফেললেন অর্জুন। পরিবারের অন্যতম সদস্যকে হারিয়ে বিষাদে ডুবেছেন অর্জুন।
শুক্রবার নিজের ইনস্টাগ্রামের পাতায় নিজের কুকুর ম্যাক্সিমাসের মৃত্যুর খবর দেন অর্জুন। তাঁর বেশ কয়েকটি ছবি পোস্ট করে অভিনেতা। ক্যাপশনে লেখেন, ‘পৃথিবীর সেরা ছেলে… আমার ম্যাক্সিমাস… সবচেয়ে মিষ্টি, সাহসী ও দয়ালু। আমি মিস করছি তোমায় আমার বাচ্চা … আমাদের বাড়ি আর কখনও আগের মতো থাকবে না। আমি ভাবতেও পারছি না, এমন হঠাৎ করে তোমাকে আমার আর অংশুলার থেকে কেড়ে নেওয়া হয়েছে। জানি না, তোমার সঙ্গ ছাড়া কী করে বাড়িতে থাকব। মৃত্যুর নিষ্ঠুরতা এর আগেও বহু বার দেখেছি, এ বারেও অন্য কিছু অনুভব করতে পারছি না’।
তিনি আরো লেখেন যে, ‘তোমার কাছে কৃতজ্ঞ আমাদের এত আনন্দ দেওয়ার জন্য। সব ভাল-খারাপ দিনের জন্য। আশা করব, উপর থেকে তুমি আমাদেরকে দেখবে। নিজের খেয়াল রেখো। শান্তিতে ঘুমিও। তোমার সঙ্গে অন্য পারে গিয়ে আবার দেখা হবে আদরের ম্যাক্সু…।” অভিনেতার এমন দুঃসময়ে তাঁকে সমবেদনা জানিয়েছেন তাঁর সতীর্থ ও অনুরাগীরাও।