নিউজ ডেস্ক: ডেঙ্গি আক্রান্ত কলকাতার এক তরুণ চিকিৎসকের মৃত্যু হল। রাজ্যে ডেঙ্গির প্রকোপ ক্রমশই বাড়ছে। সম্প্রতি ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বোনের। এ সপ্তাহেই ডেঙ্গি আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এম টেকের এক পড়ুয়ারও মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে দক্ষিণ কলকাতার বাসিন্দা এই চিকিৎসকের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়।
মৃত চিকিৎসকের নাম দেবদ্যুতি চট্টোপাধ্যায়। তিনি ঢাকুরিয়ার বাসিন্দা। কয়েকদিন আগে তিনি ডেঙ্গি আক্রান্ত হন। প্রথমে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল বলে জানা গিয়েছে। কিন্তু প্লেটলেট অস্বাভাবিকভাবে নেমে যায়। মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। আগে ওই চিকিৎসকের কিডনি প্রতিস্থাপন হয়েছিল বলে জানা গিয়েছে। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি আক্রান্ত হওয়ার উল্লেখ রয়েছে।