নিউজ ডেস্ক: শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের অন্যতম সেরা ছবি ওম শান্তি ওম -এর সঙ্গে মিল রয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ছবি জওয়ান-এর! অবিশ্বাস্য হলেও সত্যি। কিং খানের বিপরীতে ‘শান্তিপ্রিয়া’র চরিত্রে ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। এর পরে একাধিক বার বাদশার সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা। হিটও হয়েছে সেই সব ছবি। এক সঙ্গে কাজ করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবিতে। ‘পাঠান’ ছবিতেও শাহরুখ-দীপিকার রসায়ন নজর কেড়েছে দর্শকদের।
পাঠান-এর পরেই ‘জওয়ান’ ছবিতে দেখা মিলল দীপিকার। তবে এ বার শাহরুখের মায়ের চরিত্রে। ক্যামিও চরিত্রটিতে খুবই কম সময়ের জন্য দেখা গিয়েছিল দীপিকাকে। যদিও তিনি যতক্ষণ স্ক্রিনে উপস্থিত ছিলেন ততক্ষণই চোখ কেড়ে নিয়েছিলেন তিনি। এক দিকে মা, অন্য দিকে স্ত্রীর চরিত্রে দেখা মিলেছিল দীপিকার। সেখানেও শাহরুখের সঙ্গে রসায়ন নজর কেড়েছিল। দীপিকা যে শাহরুখের ‘লাকি চার্ম’, তা অনেকবার বলেছেন অভিনেতা। তাই ‘জওয়ান’-এ ক্যামিয়ো চরিত্র করতে মানা করতে পারেননি দীপিকা। তবে অল্প সময়ের চরিত্রের জন্য কত কোটি টাকা নিলেন অভিনেত্রী জানেন?
৭ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। মুক্তির পরেই রেকর্ড গড়ছে এই ছবি। বক্স অফিসে ৬৫০ কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে অ্যাটলি পরিচালিত এই ছবি। পারিশ্রমিক নিয়ে নান রকম গুজব ছড়ালেও দীপিকা জানান, এই ছবির জন্য তিনি এক টাকাও নেননি। কারণটা অবশ্যই শাহরুখ। তাঁকে কখনওই না বলতে পারেন না অভিনেত্রী।