নিউজ ডেস্ক: অনন্তনাগে সেনা মৃত্যুতে ফুঁসে উঠেছিল গোটা দেশ। সেই আবহেই এরার বারামুলায় সেনা-পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো ২ জঙ্গির। উল্লেখ্য, বিগত ৪ দিন ধরে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে অনন্তনাগেও। তারই মধ্যে এক জঙ্গি দলের বারামুলায় গা ঢাকা দিয়ে থাকার খবর পায় বাহিনী। বারামুলার উরির হাতলঙ্গার এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে নেন নিরাপত্তারক্ষীরা। বেগতিক দেখে গুলি চালায় জঙ্গিরা। সেনা-পুলিশের তরফে পালটা আক্রমণ চালানো হলে মৃত্যু হয় ২ জঙ্গির।
খবরটি টুইট করেছে কাশ্মীর পুলিশ। পুলিশের তফরে নিসচত করা হয়েছে ওই ২ জঙ্গির মৃত্যু। এর আগে ওই এলাকায় আকস্মিক তল্লাশি চালিয়ে লস্কর-ই-তৈবার ২ জঙ্গিকে গ্রেফতারও করেছিল পুলিশ। ধৃত জাহেদ হাসান মাল্লা এবং মহম্মদ আরিফের থেকে উদ্ধার করা হয়েছিল প্রচুর অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ। সীমান্তে অস্ত্রশস্ত্রের চোরাচালান ও পাচারের কাজ করত ওই ২ জঙ্গি। ধৃতদের থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবহত হয়েছে নিরাপত্তা বাহিনী।
উল্লেখ্য, অনন্তনাগে ২ সেনা ও পুলিশের এক DSP-এর মৃত্যুতে রাগে ফুঁসে উঠেছে গোটা দেশ। জঙ্গিদের যোগ রয়েছে পাকিস্তানের সঙ্গে, ইতিমধ্যেই প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে এই খবর। ২ বার সার্জিক্যাল স্ট্রাইকের শিকার হওয়ার পরও জঙ্গিদের পোষণ করা থেকে পিছু হঠতে দেখা যাচ্ছে না ভারতের প্রতিবেশী দেশকে। এই কারণে ফের পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলছে ভারতবাসী।