নিউজ ডেস্ক: দমদমে ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকালের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে শনিবার। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। দুর্ঘটনার জেরে এই লাইনে
ব্যাহত ট্রেন চলাচল। জানা গিয়েছে, শনিবার সকালে ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকালের একটি বগি দমদম স্টেশনে ঢোকার পরই
লাইনচ্যুত হয়। প্রবল ঝাঁকুনিতে ট্রেন থেমে যায়। যাত্রীরা সেভাবে আহত না হলেও
ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
শনিবার সকাল ৯টা ৫০ নাগাদ দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীবোঝাই
কল্যাণী-মাঝেরহাট লোকালের একটি বগি লাইনচ্যুত হয়। ব্যস্ত
সময়ে এমন দুর্ঘটনার খবর পেয়ে রেলকর্মী, আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। দেখা যায়, প্রথম থেকে ৫ নং বগিটি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটিকে প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে
বগিটি মেরামত করা হয়। নামিয়ে দেওয়া হয় সমস্ত যাত্রীকে। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে প্ল্যাটফর্মেই ছিল
ট্রেনটি। বগিটিকে ফের স্বস্থানে বসানোর পর খালি ট্রেনটিকে রওনা করিয়ে দেওয়া হয়।