নিউজ ডেস্ক: ৪ দিন ধরে অনন্তনাগে অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই। ৩ বীরের আত্মবলিদানের বদলা নিতে মরিয়া ভারতীয় সেনা। লড়াইয়ে সুবিধা পেতে পাহাড়ের উঁচুতে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে লস্কর-ই-তৈবার জঙ্গিরা। উচ্চতার কারণে বাড়তি সুবিধা। আর এই বাড়তি সুবিধার কারণেই জঙ্গিদের নিকেশ করা কঠিন হয়ে উঠেছে বাহিনীর পক্ষে। তবে হাত গুটিয়ে বসে নেই প্রশাসন। ইতিমধ্যে সেনা সূত্রে জানানো হয়েছে একজনও জঙ্গি যাতে পালিয়ে না বাঁচতে পারে তার জন্য ঘিরে ফেলা হয়েছে পাহাড়ের চারদিক।
সেনা মৃত্যুর পর থেকেই রকেট-লঞ্চার-ড্রোন সবকিছু নিয়ে নেমে পড়েছে সেনা। ড্রোনের সাহায্যে চিহ্নিত করার চেষ্টা চলছে জঙ্গিদের। ঘন পাহাড়ি জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে আত্মরক্ষা করছে তারা। সেনা সূত্রে অনুমান, ২-৩ জন জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা প্রবল হলেও সংখ্যাটা বেশিও হতে পারে। ৪ দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্রসত্র এবং রসদ নিয়েই গুহায় আশ্রয় নিয়েছে জঙ্গিরা।
রকেট লঞ্চার এবং ড্রোন দিয়ে জঙ্গিদের উপর হামলা করার একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে সরু আর দুর্গম গিরিখাত ধরে পাহাড়ে আশ্রয় নেওয়ায় জঙ্গিদের টার্গেট করা কঠিন হয়ে পড়েছে। সূত্রের খবর, এলাকা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল জঙ্গিরা, এই কারণে তাঁদের গতিবিধি চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে বাহিনীকে। উলটো দিকে ইজরায়েলি ড্রোন ব্যবহার করে সেনাদের উদ্দেশ্যেও পালটা বিস্ফোরক দিয়ে হামলা চালাচ্ছে জঙ্গিরা। তবে সেনা সূত্রে জানানো হয়েছে চারদিক থেকে ঘিরে নেওয়া হয়েছে জঙ্গিদের, পালিয়ে বাঁচবে না কেউই।