নিউজ ডেস্ক: ফের প্রতিরক্ষা খাতে শক্তি বৃদ্ধিতে কামাল মেক ইন ইন্ডিয়ার। বিগত বছর খানেক ধরে আধুনিক অস্ত্রশস্ত্র তৈরিতে বিদেশি নির্ভরতা কমিয়ে জোর দেওয়া হয়েছে স্বদেশী উৎপাদনে। এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল আর যুদ্ধ বিমান কিনতে ৪৫০০০ কোটি টাকা বরাদ্দ করল প্রতিরক্ষা মন্ত্রক। সীমান্তে নজরদারি বৃদ্ধি করতে আরও উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করা হবে বলে সূত্রের খবর। কেন্দ্র প্রতিরক্ষায় বরাদ্দ মোট বাজেটের একটা বড় অংশ ব্যয় করে দেশের মাটিতে তৈরি অস্ত্র কেনার জন্য। এবার বাড়িয়ে দেওয়া হয়েছে সেই বাজেটও।
উল্লেখ্য, বিগত ৩ বছর ধরে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রশস্ত্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। শেষ ৩ বছরে যেখানে প্রতিরক্ষা খাতে ব্যয় হয়েছে যথাক্রমে ৮৪৫৯৮ কোটি, ৭০,২২১ কোটি এবং ৫১ হাজার কোটি টাকা, সেখানে চলতি বছরে সেই বরাদ্দ ছুঁয়েছে ১ লক্ষ কোটি টাকায়। আর এবার সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র খাতেই ব্যয় করা হচ্ছে ৪৫০০০ কোটি।
প্রসঙ্গত, জি-২০ সম্মেলন থেকেই চিনকে ঘেরার পরিকল্পনা নিয়েছে ভারত। চিনের দাদাগিরিতে রাশ টানতে এশিয়ার অন্যান্য ছোটো দেশগুলিও মুখাপেক্ষী হয়েছে ভারতের। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশকে চিনের মোকাবিলা করার জন্য ভারতে তৈরি অস্ত্রশস্ত্রও দেবে ভারত। দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত অস্ত্রশস্ত্রকে প্রজেক্ট করে কেন্দ্র যেমন একদিকে প্রতিরক্ষার ক্ষেত্রে অন্যদেশের মুখাপেক্ষী হয়ে থাকার প্রবণতা কম করেছে, অন্যদিকে আত্মস্বনির্ভর হয়ে জাতীয় অর্থনীতিকেও শক্তিশালী করার প্রচেষ্টা করছে।