নিউজ ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি বিদেশ মন্ত্রকে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি এক্স হ্যান্ডলে তাঁর একটি পোস্ট ঘিরে বিতর্ক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহের ‘কাল্পনিক’ কথোপকথন নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন শুভেন্দু। এনিয়েই আপত্তি জানিয়েছে তৃণমূল।
স্পেন যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর সঙ্গে দুবাই বিমানবন্দরের লাউঞ্জে দেখা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের। সেখানে দু’জনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। কথা বলেন তাঁরা। সেই সময় মমতা নভেম্বরে শিল্প বাণিজ্য সম্মেলনে অংশ নিতে রনিল বিক্রমসিংহকে কলকাতায় আসার জন্য আমন্ত্রণ জানান। মমতাকেও শ্রীলঙ্কা যাওয়ার আমন্ত্রণ জানান সেদেশের প্রেসিডেন্ট। এরই এক ‘কাল্পনিক’ রূপ দিয়েছেন শুভেন্দু অধিকারী। সমাজ মাধ্যমে শুভেন্দুর পোস্ট করা ‘কাল্পনিক’ কথোপকথনে যা বলা হয়েছে তা হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ শ্রীলঙ্কার মতো আর্থিক বিপর্যয়ের দিকে যাচ্ছে।শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী ঋণ নেওয়ার শিক্ষা নিতে চাইছেন।।
এতেই আপত্তি জানিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন ডেরেক ও’ব্রায়েন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ লিখেছেন, শুভেন্দুর ওই বক্তব্য রাজ্যে বিনিয়োগের সম্ভাবনার অন্তরায় হতে পারে। এছাড়ার ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।এমনকী শ্রীলঙ্কায় বসবাসকারী তামিলদেরও সমস্যা হতে পারে। তৃণমূল এখইসঙ্গে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়েছে।