নিউজ ডেস্ক: রাখি পূর্ণিমার দিন বৃহস্পতিবারই নিজের ইনস্টাগ্রামে অসুস্থতার কথা জানান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ১০ সেপ্টেম্বর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল তাঁর। সেই মতোই ডাক্তারের পরামর্শে অস্ত্রোপ্রচার হয়েছে। তার তিন দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন তিনি। স্ত্রীরোগ জনিত সমস্যার কারণেই অস্ত্রোপচার হয়েছে তাঁর। বাড়ি ফিরে আসার পরে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে যে সুস্থ আছেন তিনি। যদিও এই মূহুর্তে কাজে ফিরছেন না তিনি। এক মাস পুরোপুরি বিশ্রামে থাকবেন তিনি।
ইনস্টাগ্রামে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি রক্ত পরীক্ষা করিয়েছেন। তাঁর পরিবারে দীর্ঘ দিন ধরে যে ‘দাদা’ রক্ত নিতে আসেন, তিনিই এসে রক্ত নিয়ে যান। তাঁর হাতে ওই দিন ফুলের রাখি বেঁধে দিয়েছিলেন সেই দাদা। তাঁর সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন নায়িকা। সেই পোস্টেই তিনি লেখেন, “আমার সামনের সপ্তাহে একটা অপারেশন হবে। তাই আজকে রক্ত নেওয়ার জন্য এসেছিলেন বাড়িতে।” তাঁর এই খবরে উদ্বিগ্ন ছিলেন অনুরাগীদের একাংশ। যদিও এখন অনেকটাই সুস্থ আছেন স্বস্তিকা। পুজোর পরে নভেম্বর মাসের দিকে ফের কাজ শুরু করবেন তিনি।
এই মূহুর্তে তাঁর হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। বলিউডে ও অন্য ভাষার ছবিতে চুটিয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ নিখোঁজ ভালোই জনপ্রিয় হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন তিনি। বাংলাদেশি ওই ছবিতে তাঁর বিপরীতে থাকতে চলেছেন চঞ্চল চৌধুরি। শোনা যাচ্ছে যে প্রযোজনা সংস্থা তাঁকে অগ্রিমও দিয়ে দিয়েছেন। তবে চঞ্চল চৌধুরির ডেট পেতে অসুবিধা হওয়ার কারণে শুটিং শুরু হয়নি এখনো। মনে করা হচ্ছে নভেম্বর মাসে অভিনেত্রী বাংলাদেশ গেলেই শুটিং শুরু হতে পারে।