নিউজ ডেস্ক: নিজে ভারতীয় হয়েও ছেলেকে ‘ইংরেজ’ বলায় বিতর্কে মুখে পড়লেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। টুইঙ্কেল খান্না ও অক্ষয় কুমারের প্রথম সন্তান আরভ। বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটির সন্তান হয়েও প্রচারের আলো থেকে দূরে থাকেন তিনি। বর্তমানে বিদেশে পড়াশোনা করছেন তিনি। শুক্রবার ছিল আরভের জন্মদিন। এই বছর ২১ বছরে পা দিলেন অক্ষয়-পুত্র। জন্মদিনে ছেলেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে গিয়েই বিপাকে পড়লে অক্ষয়। সোশ্যাল মিডিয়ায় একপ্রকার ট্রোলড হলেন তিনি।
ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আরভের একটি ছবি শেয়ার করেন অক্ষয়। শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন লেখেন, ‘আমার ‘ইংরেজ’ ছেলে আজ তুমি একুশে পা দিলে। কিন্তু তুমি আমার কাছে ছোট বাচ্চাটাই থেকে যাবে যে আমার কোলে উঠে লাফালাফি করত। এক মুহুর্তও কাছ ছাড়া করতে চাইত না আমাকে। আজ থেকে তুমি সাবালক। তোমার যা ইচ্ছা তাই করতে পারবে। তোমাকে খুব ভালোবাসি তোমার গর্বিত পিতা।’
জন্মদিনে ছেলেকে শুভেচ্ছা জানানো একটি স্বাভাবিক ব্যাপার। যেকোনো পিতাই তাঁর ছেলেকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে পারে। কিন্তু নিজে ভারতীয় হয়ে ছেলেকে ‘ইংরেজ’ বলে সম্বোধন করায় ট্রোল শুরু হয়। কানাডিয়ান নাগরিকত্ব ছেড়ে সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন অক্ষয় কুমার। নিজে দেশের সংস্কৃতি সম্পর্কে সচেতন হয়েও ছেলেকে কিভাবে ইংরেজ সম্বোধন করলেন তা নিয়েই নেট নাগরিকদের ক্ষোভের মুখে পড়েন অক্ষয় কুমার। যদিও বিষয়টিকে নিয়ে কোন মন্তব্য করেননি তিনি।