নিউজ ডেস্ক: কলকাতা পুরসভার অধিবেশন উত্তপ্ত হয়ে উঠল কাউন্সিলরদের মধ্যে বাগবিতণ্ডায়। শনিবার কার্যত ধুন্ধুমার বাঁধল। তৃণমূল ও বিজেপি কাউন্সিলরেরা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। কলকাতা পুরসভায় এরকম ঘটনা নজিরবিহীন। মেয়র ফিরহাদ হাকিম বিশৃঙ্খলা থামানোর চেষ্টা করে হিমশিম খেয়ে যান।
কী হয়েছিল পুরসভায়?
এদিন অধিবেশন চলাকালীন মেয়র বলেন, “বিরোধীরা অধিবেশনে কোনও প্রশ্ন করেন না। নিজেদের কাউন্সিলরদের দিয়ে প্রশ্ন করাতে হয়”। পাল্টা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, “প্রশ্ন করলেও কোনও জবাব দেওয়া হয় না। আগে প্রশ্ন করলেও জবাব মেলেনি”। মেয়র জানান, প্রশ্ন জমা দিলে জবাব নিশ্চয় পাওয়া যাবে। সজল বলেন, “পুরসভা যারা চালাচ্ছেন তারা দুর্নীতিতে ডুবে গিয়েছেন”। এ কথা শুনে সজলের দিকে এগিয়ে আসেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু। অভিয়োগ, সে সময় সজল ঘোষকে ধাক্কা মারেন অসীম বসু। দুই কাউন্সিলর হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সজলের পাশে এসে দাঁড়ান বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা। মেয়র নিজে এসে ঝামেলা মেটাতে যান। কিন্তু তাকেও হিমশিম খেতে হয়। ঘটনার জেরে চেয়ারপার্সন মালা রায় অধিবেশন কক্ষ ছেড়ে চলে যান।
পরে চেয়ারপার্সন আবার অধিবেশন শুরু করেন। সজল ঘোষ নিজের প্রস্তাব পাঠের পর অধিবেশন বয়কট করেন। জানা গিয়েছে, চেয়ারপার্সন মালা রায় দুই কাউন্সিলর সজল ঘোষ ও অসীম বসুর কাছে ঘটনার জবাব তলব করেছেন।