নিউজ ডেস্ক: টলিপাড়ায় কিছুদিন আগেই কর্মবিরতির পরিস্থিতি তৈরি হয়েছিল। টলিপাড়ার দুই অন্যতম সংগঠনের মধ্যে মতবিরোধের ফলেই এই ঘটনা সৃষ্টি হয়। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া এবং সিনে ভিডিও এন্ড স্টেজ সাপ্লাইয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওরফে ভেন্ডার্স গিল্ড নামক এই দুই সংগঠনের মধ্যে ঠোকাঠুকি লাগে। ফলে স্টুডিও পাড়ায় কাজ বন্ধের মুখে গিয়ে পৌঁছেছিল। এইবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। শুক্রবার এই দুই সংগঠনকে এক টেবিলে ডেকে এনেছিলেন তিনি। সেই বৈঠকেই দুই সংগঠন তাদের মধ্যে সমস্যার সমাধান ঘটায় এবং ফের কাজ সুষ্ঠুভাবে চালু করার কথা জানায়।
এই দুই বিবাদমান সংগঠনের মধ্যে একটি মাথায় রয়েছে খোদ মন্ত্রী অরূপের ভাই স্বরূপ বিশ্বাস। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া সংগঠনটি টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ফেডারেশন বলেই পরিচিত। অপরদিকে ভেন্ডার্স গিল্ড টলিপাড়ায় শুটিংয়ের যাবতীয় প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে থাকে। সেট তৈরিতে যে প্রপস, লাইট এবং অন্যান্য উপকরণ লাগে তা সরবরাহ করে থাকে ভেন্ডার্স গিল্ড। ফেডারেশন এই সংগঠনের বেশ কয়েকজন সাপ্লায়ারের এর উপর নিষেধাজ্ঞা জারি করে। অপরদিকে গিল্ডের দাবি অনৈতিক শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল তাদের উপর। যা মেনে না চললেই নিষেধাজ্ঞা জারি করছিল ফেডারেশন। তাদের দাবি ছিল লিখিতভাবে ক্ষমা চাইতে হবে ফেডারেশনকে। নইলে গিল্ড হরতালের পথে হাঁটবে।
শুক্রবার মন্ত্রী অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় এই সমস্যার সমাধান পাওয়া গিয়েছে বলেই ভেন্ডার গিল্ডের সেক্রেটারি সৈকত দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। অভিনেতা এবং অন্যান্য টেকনিশিয়ান্সদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী হলেও টালিগঞ্জ স্টুডিও পাড়ায় তাঁর ভালোই প্রভাব রয়েছে। ফলে বৈঠকে তিনি জানান সবাইকে সব রকম কাজ করতে কেউ কাউকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে না। মূলত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপ্লায়ারসদের নিষিদ্ধ করার কথা লিখে জানানো হয়েছিল। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। অরূপ বিশ্বাস জানান ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই বার্তা দিয়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানাতে হবে। বিবাদমান দুই পক্ষই এই সমাধানে রাজি হয়েছে বলেই জানিয়েছেন সৈকত দাস।