নিউজ ডেস্ক: শুরুতেই তাল কাটল বিরোধী জোট INDIA Alliance-এ। পরিকল্পনার পরই বাতিল হয়ে গেল INDIA জোটের প্রথম জনও সমাবেশ। তেড়েফুঁড়ে একের পর এক বৈঠক করার পর গত বুধবার দিল্লিতে শরদ পাওয়ারের বাড়িতে অনুষ্ঠিত হয় জোটের প্রথম কোঅর্ডিনেশন কমিটির বৈঠক। এই বৈঠকেই সিদ্ধান্ত হয় আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই মধ্যপ্রদেশের ভোপালে আয়োজিত হবে একটি পাবলিক র্যালি এবং সমাবেশ। কিন্তু এই পরিকল্পনার ৩ দিনের মধ্যেই বাতিল করে দেওয়া হল সমাবেশের পরিকল্পনা।
আজ, শনিবার মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা কমলনাথ জানান আপাতত বাতিল করা হয়েছে এই পরিকল্পনা। এরপরে কবে কোথায় অনুষ্ঠিত হবে এই র্যালি, তা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবেন জোটের সদস্যরা, এমনটাই খবর সূত্রে। উল্লেখ্য, জোটের সমন্বয় কমিটির বৈঠক হয়ে গেলেও এখনও পর্যন্ত নীতি নিয়েই সংশয় জোট সদস্যদের। এরমধ্যে একাধিক দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে জোট নিয়ে চূড়ান্ত পর্যায়ে এখনও কথাই হয়নি শীর্ষ নেতৃত্বের।
এদিকে, পরিকল্পনার মাত্র ৩ দিনের মধ্যে INDIA জোটের প্রথম পাবলিক র্যালি বাতিল হয়ে যাওয়া নিয়ে টিপ্পনী কাটতে ছাড়েনি পদ্ম শিবির। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিরোধী জোটকে কটাক্ষ করে তিনি বলেন, , ‘গ্র্যান্ড ওল্ড পার্টিতে খুব গণ্ডগোল। পোস্টার ব্যানারে কার ছবি থাকবে, কার থাকবে না, তা নিয়েও ওদের মধ্যে ঝামেলা চলছে।’ এই প্রসঙ্গে সদ্য আলোচিত সনাতন ইস্যুর আবেগকেও উসকে দিয়ে তাঁর বক্তব্য, যারা সনাতন ধর্মকে অপমান করে, তাদের সমাবেশ বাতিল হওয়াটাই স্বাভাবিক।